নজরুল আমার প্রিয় নজরুল

-রানা জামান

⇒⇒⇒⇒⇒⇒

নজরুল আমার প্রিয় নজরুল

শুধু নয় তো গানের বুলবুল

লিখেছেন গদ্য

বেসুমার পদ্য

মাথায় ছিলো তাঁর বাবরি চুল

সিনেমাকে করেছেন জয়

আর্মির কাজটা ছোট তো নয়

লেটোর দলের গান

মুগ্ধ করে প্রাণ

অশ্রুজল নার্গিসের প্রণয়

ধুমকেতু দেয় কারাবরণ

করেছেন তিনি নির্বাচন

এইচএমভি-এর কাজ

পয়ার মাথার তাজ

বড় গায়ক সুরকার হন

সকল কর্ম ধীরে ধীরে

পৌঁছে দিলো খ্যাতির নীড়ে

আজ তিনি অমর

সব মনে ভাস্বর

ধ্রুব হাজার তারার ভিড়ে।

⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি-

রানা জামান, মূল নাম: মোঃ সামছুজ্জামান ভূইয়া, পিতার নাম: মোঃ আব্দুল মোতালিব ভূঞা, মাতার নাম: মোছাম্মাৎ সামছুন্নাহার বেগম, জন্ম: ১৫/০২/১৯৬০ খৃস্টাব্দ,নিজ জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশে, পেশা: অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব,বৈবাহিক অবস্থা: বিবাহিত,শখ: বইপড়া ও লেখালেখি।প্রকাশিত বই-এর সংখ্যা: ৮৯, প্রিয় ব্যক্তিত্ব: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিবিধ: ছোটকাল থেকেই লেখালেখি শুরু। ছড়া, কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধে হাত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*