জীবনের শর্ত

-বিপ্লব দে

⊗⊗⊗⊗

এক আকাশ এক সূর্য এক চন্দ্রের আশীর্বাদ-

পৃথিবী মাঝে কোটি কোটি প্রাণের স্পন্দন

কে যাবে কে থাকবে হিসাব মেলানো বড়ই কঠিন

শিক্ষা-দীক্ষায় ভদ্রতায় শুধু রয়ে যায় মায়ার বন্ধন ।

জীবন-মরণ, তারই মাঝে বাজে যুদ্ধের দামামা

কিছুকিছু বোঝা যায়, আর কিছু যেন দৈবিক

শিখে যায় প্রাণী কমবেশি একাএকা নীরবে

শোক আনন্দের ঘনঘটা, আয়োজন প্রাত্যহিক ।

স্মৃতি বিস্মৃতি ঘোরাফেরা করে জীবিত দেহে

মান অভিমান মানুষের কাহিনী রয় না মরণে

শূন্যে শুধু আলো আর বাতাসের খেলা নিরন্তর

জীবের মৃত্যু অস্তিত্ব হরণে, নির্জীব ছবি ক্ষণে ক্ষণে ।

⊗⊗⊗⊗

কবি পরিচিতি: বিপ্লব দে ভারতবর্ষের এক ছোট রাজ্য ত্রিপুরার খোয়াই মহকুমার জাম্বুরা গ্রামে উনিশ একাত্তরের মুক্তিযুদ্ধের বছরে জন্ম গ্রহণ করেন l বাবা বিমল কান্তি দে এবং মা স্বর্গীয়া গীতা দে l উনার এক ছোট বোন আছেন l ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে উনার পরিচয় ঘটে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা দিয়ে l বর্তমানে আগরতলাতে বসবাস করেন ও নিয়মিত কবিতা চৰ্চা করে চলেছেন l

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*