সন্মানহানী

-হালিমা বেগম

⇔⇔⇔⇔⇔

সমাজে এমন লোক

দেখা যায়,

তারা কাছে থেকেও

ফিরে না তাকায়।

ক্ষেত্র বিশেষে অস্বীকার

করে বসে,

মনুষ্য সমাজে ধরা

পড়ে শেষে।

করুণা জাত সত্য

প্রকাশ করে,

ঋণী থাকার বিষয়ে

ধরা পড়ে।

সন্মান রক্ষায় নেই

কোন উপায়,

ব্যঙ্গ বিদ্রুপ করে

মানুষ সদায়।

জন্মের প্রতিধ্বনি ধ্বনীর

কাছে ঋণী,

সত্য স্বীকারে হয়

না সন্মানহানী।

⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

হালিমা বেগম, পাড়া-মুদিপাড়া, উপজেলা-জলঢাকা। জেলা-নীলফামারী বিভাগ-রংপুর। পেশা-চাকুরী, লেখালেখি শুরু-১৯৯০ ,১৩টি গ্রুপে সংযুক্ত। একক গ্রন্হ একটি, যৌথগ্রন্হ ১০ টি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*