বাবা
-তুষার কান্তি হীরা
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
মোদের দিয়ে নতুন পোশাক
ছেড়া জামা গায়ে,
মোদের পায়ে দামী জুতো
থাকেন খালি পায়ে।
পেটে নিয়ে অসীম খিদে
আসেন উপায় করে,
ঘাম ঝরিয়ে কিনে খাবার
খাওয়ান আদর করে।
ক্লান্তি বিহীন চলছেন খেটে
মোদের সুখের তরে,
শরীর খারাপ করলে তবু
বিশ্রাম নেন না ঘরে।
অফুরন্ত ভালোবাসা
স্নেহ হৃদয় মাঝে,
খেয়াল রাখেন সর্ব দিকে
সকাল সন্ধ্যা সাঁঝে।
বটের ছায়ার মতো করে
আগলে রাখেন যিনি,
দুঃখ কষ্ট সহ্যের ভান্ডার
মোদের বাবা তিনি।
দুটি ব-এ আকার দিলে
বাবা নামটি হবে,
আশীষ যে তাঁর সারা জীবন
মাথায় মোদের রবে।।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
আমি তুষার কান্তি হীরা। বাড়ি – পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার ২নং ওয়ার্ডের উদয় পল্লী। পেশায় ডাক্তার। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি।