প্রণয়
-মুঃ আব্দুল করিম খান
♥♥♥♥♥♥
এবার ঘরের দারা ছাড়ো,
তোমার কদম যুগল বাড়ো-
বিষম ঝড়ের ঝাপ্টাঘাতে ঐ,
হিনরে তুলে ধরো।
আপন সুখের শান্তি ছাতা,
তাদের মাথায় ধরো।
হাঁকিছে দেখ উর্মি দলে,
দাপট দানব স্বদল ব’লে –
উড়িয়ে সমর হিংস্র বাউ,
কোথা কার কুঁড়ে ঘর।
হারায়ে কত স্বজন স্বাধের,
বন্ধ বাকের স্বর।
ঝরঝর ঝরে বাদলের ধারা,
জ্বালায় জীবন কষ্টে মোড়া।
উনুন জ্বলেনা পক্ষ গোটা,
অনাহারে খোকা-খুকী-
এমন ক্ষনে না জুটে দোসর,
মানুষ হলেম নাকী?
ক্লেশ কদিন পরেই যাবে,
আঁধার ফুঁড়ে আলোক ব’বে।
ওরাই আবার গড়বে ভবে-
কুঞ্জ স্বর্গ ময়।
বিধির বড়ো খাতায় রবে,
হেন কাল প্রণয়।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
মুঃ আব্দুল করিম খান, জন্মঃ ০৩/১১/১৯৭৮ ইং, পিতাঃ মুঃ ইনছার উদ্দিন খান। মাতাঃ আমেনা(মৃত্যু) ,গ্রাম -রায়নগর,পোস্ট – নাকোল,থানা- শ্রীপুর, জেলা- মাগুরা। বর্তমান কর্মী পোশাক কারখানা -ঢাকা।