হে নজরুল তুমি প্রনম্য

-পার্থ গোস্বামী

♦♦♦♦♦♦♦

হে নজরুল আমি তোমার আদর্শে আদর্শিত এক বিদ্রোহী যুবক।

তুমি দেখিয়ে দিয়েছো প্রতিভার কাছে সমস্ত প্রতিবন্ধকতা বারংবার হার মানে।

সোনার চামচ মুখে না নিয়েও!!

প্রতিবাদী কলম শিরদাঁড়া সোজা রেখে জ্বালাময়ী লেখনী

সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।।

আমি তোমার আদর্শে আদর্শিত এক বিদ্রোহী যুবক।

তোমার ওই অগ্নিবীণা,তোমার ওই বিদ্রোহী,

তোমার ওই বিষের বাঁশি,

তোমার ওই বিভিন্ন ধারার রচনাবলী একালেও ভীষণ রকম টানে।

বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে বাস্তবিক মোড়কে মোড়া লিখনী

আজও সমানভাবে মনের মনিকঠায় বিরাজমান।।

হে নজরুল আমি তোমার আদর্শে আদর্শিত এক বিদ্রোহী যুবক।

তোমার নজরুল গীতির পরতে পরতে এক নিখাদ ভালোবাসার ছোঁয়া।

তোমার ওই সাম্প্রদায়িকতার গান,

তোমার ওই দেশাত্মবোধক গান,

তোমার ওই বাউল গান,

তোমার ওই বিভিন্ন ধারার গান

আজও সুরের ঝংকারে আলোকিত এক অধ্যায় সমূহ।।

আমি ও আমার মতো প্রতিবাদী সাথে বিনয়ী

কলমগুলো তোমার অনুপ্রেরণায় অনুপ্রাণিত।

প্রতিবাদী ভাবনারা আজও কলমের ডোগায় এসে চিৎকার করে বলে

সমাজের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে।

হে নজরুল আমরা তোমরা আদর্শে আদর্শিত এক বিদ্রোহী যুবকদল।।

♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

পার্থ গোস্বামী, পিতার নাম-উৎপল গোস্বামী, মাতার নাম-লক্ষী গোস্বামী। কবি বাঁকুড়া জেলার খালগ্ৰাম গ্ৰামে জন্মগ্ৰহণ করেন। বর্তমানে তিনি গ্ৰামীন সম্পদ কর্মী (VRP) হিসেবে তালডাংরা ব্লক ডেভেলপমেন্ট অফিসে নিযুক্ত রয়েছেন।কবি সাহিত্য ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। সাহিত্য জগত কবিকে ভালো রাখে এবং তিনিও সাহিত্য জগতকে উজাড় করে দিয়েছেন। পরবর্তীতে তিনি আরও বেশি করে বৃহত্তর পরিসরে কাজ করতে ইচ্ছুক এবং দায়িত্ব শীল।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*