দিতে নাহি চায় মন তবু বিদায় দিতে হয়

-রিপন শিকদার

↔↔↔↔↔↔

তোমার যাবার সময় হয়েছে

বিদায় চেয়েছ তুমি

কেমন করে বিদায় দিব তোমায়

এখন পর্যন্ত হলোনা দেখা।

আধার রাতে শিউলি ফুল ফোটে

আধার রাতে ঝরে পড়ে

আধার রাতে এসেছ তুমি

আমার প্রিয় শিউলি ফুল তুমি।

আঁধারে চলে যেতে চাও তুমি

কেমন করে বিদায় দিব তোমায়

মন যে মানে না আমার

ভোরবেলা দুয়ার খুলে।

দেখিতে না পাই যদি তোমায়

মনের মরন হবে যে আমার

কেন তুমি এসেছিলে

হইল না জানা শুনা।

তারপর ও তুমি

মন নিয়েছো কেরে

তুমি চেয়েছ বিদায়

কি বলে রাখবো তোমায়।

সেই অধিকার

দাওনি তুমি আমায়

শুধু এইটুকু বলি

ভালো থেকো তুমি।

এই জনমে না হয় দেখা যদি

পরজনমে হয় যেন দেখা

সৃষ্টি কর্তার নিকট দোয়া চাই

পূরণ করতে পারেন তিনি।

↔↔↔↔↔↔

কবি পরিচিতি-

রিপন শিকদার, পিতা মোশারফ হোসেন সিকদার, মাতা আনোয়ারা বেগম, জন্ম মুন্সিগঞ্জ জেলা, টঙ্গীবাড়ী থানা, গ্রাম হাসাইল, বর্তমানে বসবাস কদমতলী থানা, ৫৯ নং ওয়ার্ড, পূর্ব কদমতলী, দোয়েল নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দোয়েল সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক,নাট্যকার, পরিচালক, প্রযোজক, অভিনেতা,মডেল।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*