দেবী তুমি ফিরে যাও

-রবীন্দ্র নাথ ঘোষ

⇔⇔⇔⇔⇔

কতনা ক্লান্তির শেষে

নিশীথে ধুয়েছো বুক

পুষ্প পরাগে

যদি ইতর সংসর্গ

ভালো না লাগে

দেবী তুমি ফিরে যাও

তোমার নিজস্ব স্বর্গে।

এখানে আলতো টোকায়

সম্পর্কের ভিত নড়ে যায়

এখানে প্রেম-ভালোবাসা

অনাহারে মরে যায়

শত কাহিনীর সমাপ্তি ঘটে

স্মৃতির চিতায়

চিতার পোড়া গন্ধ

যদি অসহ্য লাগে

দেবী তুমি ফিরে যাও

তোমার নিজস্ব স্বর্গে।

এখানে বিবেক নয়

অর্থই প্রাধান্য পায়

ধর্মের চোরাস্রোতে

মনুষ্যত্ব হারিয়ে যায়

মানুষরূপী শ্বাপদেরা

সম্ভ্রম খুবলে খায়

বিবেক দংশনে হঠাৎ

প্রতিবাদী সত্তা ছটফটায়

প্রতিবাদের মাশুল দিতে

যদি বুলেট পিছে ভাগে

দেবী তুমি ফিরে যাও

তোমার নিজস্ব স্বর্গে।

সযত্নে তবুও লালন করা

বেঁচে থাকার লোভ

বোধের রক্ত-রস শুষে নেয়

অনৈতিকতার জোঁক

যদি রক্ত দেখে শিউরে ওঠো

প্রাণে আতঙ্ক জাগে

দেবী তুমি ফিরে যাও

তোমার নিজস্ব স্বর্গে।

⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

আমি রবীন্দ্র নাথ ঘোষ, নিবাস :মেদিনীপুর,পশ্চিমবঙ্গ, বিগত দশ মাস ধরে বিভিন্ন অনলাইন পত্রিকা তথা ওয়েব ম্যাগাজিনে কবিতা লিখে, প্রায় আটশত সনদ সম্মাননা পেয়েছি ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*