জানি আসবে ভালোবাসবে
-মোঃ আরমান হিমেল
♥♥♥♥♥♥♥♥
জানি আসবে,
ভালোবাসবে।
ভুলে গিয়ে সব যাতনা-মনোবেদনা।
যা কিছু ছিল ভুল,চাইনা আর ভাঙুক আমার হৃদ সরোবরের কূল।
তোমার উষ্ণ কোমল হাতের স্পর্শেই আমার পূরণো অসুখ সারাতে চাই।
তুমিহীন নিদ্রাহীনতার এই অবসাদ টুকু ভুলে যেতে চাই।
জানি আসবে,
ভালোবাসবে।
বুকের জমিনজুড়ে একখানা ঘর পেতেছি,তোমাকে নিয়ে সুখের সংসার করবো বলে।
চোখের কোণে কাজল করেই আমাকে রেখো।
শেষ নিঃশ্বাস পর্যন্তই আমার পাশে থেকো।
হৃদয় জুড়ে যত ভালোবাসা আছে,সবই তোমার জন্য।
অহর্নিশি তোমাকেই চাই,তোমাকে পেয়ে হতে চাই ধন্য।
জানি আসবে,
ভালোবাসবে।
চাতক পাখির মত নির্ঘুম চেয়ে থাকি।
গোধূলি বৈকালে কোন এক নির্জনে,তোমার পাশাপাশি হাঁটতে চাই।
তোমার বাঁকা ঠোটের হাসিতে আমি যেন স্বর্গসুখ খুঁজে পাই।
তোমার ঐ ডাগর ডাগর আখিদ্বয়ে নিস্পলক তাকিয়ে থাকি।
নিজের অজান্তেই মনের কোণে প্রণয়ের শত স্বপ্ন আঁকি।
জানি আসবে,
ভালোবাসবে।
ঘুচিয়ে দিবে আমার একাকিত্ব।
চিরতরে ভুলে যেতে চাই তুমিহীন এ শূন্যতা,
তোমার আগমনেই হৃদয় ফিরে পাবে পূর্ণতা।
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
নাম মোঃ আরমান হিমেল, পিতাঃমোঃ হাবিবুর রহমান, মাতাঃমোসাঃ সুফিয়া বেগম, গ্রামঃ উত্তর তাফালবাড়ী থানাঃ শরনখোলা, জিলাঃ বাগেরহাট।