স্বাধীনতা

-বিভীষণ মিত্র

↔↔↔↔↔

স্বাধীনতা-তুমি পিতার বুকে জমা হারানো ব্যথা নয়,

গৌরবের চেতনা।

স্বাধীনতা-তুমি দুঃখিনী মায়ের ভেজা চোখ নয়,

মায়ের শীতল আঁচলখানা।

স্বাধীনতা-তুমি হানাদারের নির্মম হত্যা নয়,

ভাইয়ের মৃত্যুঞ্জয়ী শ্লোগান।

স্বাধীনতা-তুমি বোনের সম্ভ্রম হারানো যন্ত্রণা নয়,

সাড়া জাগানো নতুন প্রাণ।

স্বাধীনতা-তুমি বদ্ধ জলাশয় নয়,

পদ্মা,মেঘনা,যমুনা।

স্বাধীনতা-তুমি ভর দুপুরে কাক ডাকা বেসুর নয়,

দোয়েল,কোয়েল,ময়না।

স্বাধীনতা-তুমি মরুভূমির দাবানল নয়,

শ্যামল,সবুজে ঘেরা।

স্বাধীনতা-তুমি বার্ধ্যকে জর্জরিত নয়,

চিরতরুণ,যৌবনেভরা।

স্বাধীনতা-তুমি বন্দিশালা নয়,

দূরন্ত ছেলের পথ চলা।

স্বাধীনতা-তুমি ভীরু-কাপুরুষ নয়,

ছাত্রনেতার তর্জনী কাঁপানো কথা বলা।

স্বাধীনতা-তুমি দূর্ভিক্ষ,মহামারি নয়,

অপার শান্তির মায়া-মমতা।

স্বাধীনতা-তুমি যুদ্ধ-সংঘাত নয়,

ভ্রাতৃপ্রেমের নতুন সভ্যতা।

↔↔↔↔↔

কবি পরিচিতিঃ

কবি বিভীষণ মিত্র ১৯৮৯ সালে ৩রা মার্চ পর্যটন নগরী কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলায় বরইতলী গ্রামে পিতা স্বর্গীয় চিত্ত রঞ্জন মিত্র এবং মাতা শ্যামা মিত্রের গর্ভে জন্মগ্রহণ করেন।কবি ২০১৭ সালের ১৩ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি এক পুত্র সন্তানের জনক।কবি ছোটবেলায় পিতাকে হারিয়ে জীবনের সাথে সংগ্রাম করে বড় হন।পরিবারের অসচ্ছলতার কারণে লেখাপড়া বেশি দূর এগিয়ে নিতে পারেননি।ছোটবেলা থেকে লেখার ইচ্ছা লালন করে বড় হন এবং লেখালিখির মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেন।কবি অবসরে লিখতে ও বই পড়তে ভালোবাসেন। অনলাইনে লেখালিখির পাশাপাশি তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ,যৌথ প্রবন্ধ সংকলন ও ম্যাগাজিন বই প্রকাশ পায়।তার মধ্যে উল্লেখযোগ্য হল মনের অলিন্দে তুমি,অনুভবে নীল জ্যোৎস্না,স্বদেশ,ভাঙ্গা তরী,কবির ভাষায় বঙ্গবন্ধু,শিশির ভেজা ভোরে ইত্যাদি।এছাড়া শিশুতোষ যৌথ বই ‘আমরা করব জয়’ বইটিতে দুইটি ছড়াও প্রকাশ পায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*