নামলো আঁধার

-রঞ্জন ঘোষ

♦♦♦♦♦♦

আকাশ ঢাকা কালো মেঘে সূর্য গেছে পাটে

ভাবছে মদন কেমন করে যাবে সে আজ হাটে।

বৃষ্টি এলে জিনিস কি আর বিক্রিবাট্টা হবে,

এসব ভেবে মদন কি করবে, তাই সে ভাবে।

দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি নেমে এলো

চোখের পলকে রাস্তাঘাটে জল জমে গেলো।

গাড়ি-ঘোড়া বন্ধ হলো একি মহা জ্বালা,

বিক্রি-বাট্টা বন্ধ রেখে এবার সবাই পালা

বিক্রি-বাট্টা করেই যে চলে তার সংসার

সেটাই যদি বন্ধ থাকে চলবে কি করে তার।

হাওয়া খেয়ে যায়না বাঁচা সবাই সেটা জানে,

প্রকৃতি মাতা তবে কেন এমন আঘাত হানে?

গিন্নি দিলেন সান্তনা, ওগো মুখ করোনা হাঁড়ি

ডালে চালে বানাবো আমি তোমার প্রিয় খিচুড়ি।

প্রকৃতি মাতা মুখ ভার করে থাকবেন না চিরকাল,

আজকে হাওয়া খারাপ হলেও ঠিক হয়ে যাবে কাল।

ভালো-মন্দ নিয়েই মোদের চলতে হবে পথ

দুর্দিন ঠিক সরে যাবে যদি থাকতে পারো সৎ।

দুঃখ পেলেই পড়বে ভেঙ্গে এটা কেমন কথা,

দুঃখের পরে সুখ আসে, কেন পাও মনে ব্যথা?

♦♦♦♦♦♦

কবি পরিচিতি:-

আমি রঞ্জন ঘোষ কলকাতার বেহালায়‌ থাকি। কবিতায় আমার প্রথম প্রেম। স্কুল জীবন থেকেই লেখালেখির পাঠ শুরু। চাকরিতে ঢুকে আমি লেখালেখি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। তারপর দীর্ঘদিন পর লকডাউনের প্রথমেই ঘরে বসে আবার নতুন করে লেখা লিখি শুরু করি। এ বছরে বিভিন্ন পত্রিকায় আমার অনেকগুলো লেখা বেরিয়েছে। একক ভাবে বই বের করার ইচ্ছা আছে এ বছরে। আমি অনেক গুলো সাহিত্য পরিবারের সঙ্গে যুক্ত আছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*