তবু্ও বাঁচি
-চিন্ময় বিশ্বাস
◊◊◊◊◊◊
অন্তরের অতলে লুকানো মনস্তত্ত্বের উদ্ভাবনে,
ডুব দিয়েছি,সাইক্রেটিস এর গভীর চিন্তনে।
কলের পুতুলের ন্যায় অদৃশ্য চাবি দেওয়া জীবন,
ভিজে শাকিলের শরীরের মত শীর্ণ!
সৃষ্টিলগ্নে এককোষী শরীর বিবর্তনের লুকানো স্বপ্ন নিয়ে,
মাথা তুলে দাঁড়িয়ে ছিলাম প্রতিবন্ধকতা ভুলে।
তবুও,পেনকিলার জমানো বুক-পকেটে,
বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচনে ছুটেছি রকেটে।
মনস্তত্ত্বের গভীরে;দেখেছি ঠুনকো নৈতিকতার নীতি,
অন্ধ মোহে রয়েছি ঘুমের ঘোরে…
বুঝলাম,মূল্যবোধ ও নৈতিকতার ঘরে সিঁধ কেটেছে চোরে!
জ্বলন্ত সূর্যও আজ ডুব দিয়েছে মেঘের আড়ালে,
একটু আশা নিয়ে বেঁচে থাকা;টান পড়েছে ভাড়ালে।
ব্যথাতুর মুহূর্তগুলি কাটে উপেক্ষায়,
তবুও,বাঁচি এক উজ্জ্বল প্রতীক্ষিত দিবসের অপেক্ষায়।
◊◊◊◊◊◊
কবি পরিচিতি-
চিন্ময় বিশ্বাস, পিতা-চিত্তরঞ্জন বিশ্বাস, মাতা-মিনতী বিশ্বাস। করিমপুর পান্নাদেবী কলেজ থেকে(বাংলা অনার্স) নিয়ে বিএ পাস করি। ২০১১ থেকে ১৩ শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন।২০১৫ সালে যমশের পুর নমিতা শংকর বি.এড কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করি। পেশা: বর্তমানে গ্রাম সম্পদ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি। নেশা: রবীন্দ্রনাথ ঠাকুর,নজরুল ইসলাম,জয় গোস্বামী , সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে ভালোবাসি। কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অত্যন্ত প্রিয়।