বাঙ্গালী মায়ের বিদ্রোহী সন্তান

-মিস্টি অধিকারী সুপ্রিয়া

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

হে নজরুল!

তুমি বাংলা মায়ের বিদ্রোহী সন্তান।

বিদ্রোহের বজ্র বানীতে,

জ্বেলেছ আগুন বাঙালির বুকে।

হয়েছ তুমি বিদ্রোহী কবি-

বাঙ্গালীর বুলবুল।!

তুমি কবি নজরুল

তুমি বিদ্রোহী,

তোমার তুলনা শুধুই তুমি।

ঘুমন্ত জাতিরে করিতে জাগ্রত,

লিখেছ কবিতা বুনেছ বীজ মন্ত্র।

“বল বীর বল উন্নত মম শির”

দুর্ভাগা জাতিরে দিয়েছ প্রতিবাদী সুর

করেছো চক্ষুদান।

নতমস্তিষ্কে প্রণিপাত চরণে,

জানাই হাজার সেলাম।

তুমি অত্যাচারীর বর্বরতার বিরুদ্ধে

হয়েছ প্রতিবাদী কন্ঠস্বর।

রক্ত ঝড়া কলমের আহ্বানে,

ভীত যুবা হয়েছিলো র্দুবার।

পেয়েছিল প্রানে বল,

হয়েছে তরতাজা।

ভুলে সব জাতি দেশ ভেদাভেদের খাঁড়া

জোটবেধে লড়েছিলো তারা,

তোমার কারনে বিশ্বভূবনে

আজও গর্বিত মোরা।

এপার ওপর দুই বংলায়

পূজিত তব নাম চীর বহমান,

তুমি নজরুল তুমি বিদ্রোহী কবি

বাঙ্গালী সবার প্রান।

তব দৃষ্টিতে সুসজ্জিত

“একই বৃন্তে দুটি কুসুম

আমরা হিন্দু মুসলমান।।

তোমার সে-ই অগ্নিবীণার সুরে

আজও বাঁধা বাঙালির প্রান।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি :

নাম- মিস্টি অধিকারী সুপ্রিয়া। স্বামীর নাম :চন্দ্রজীৎ অধিকারী। দুইমেয়ের জননী। বিরাটী দক্ষিণ প্রতাপ গড় নিমতা কোলকাতা -49।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*