মিথ্যে স্বপ্ন
-মোসতাইন করিম মোজাদ্দেদ
→→→→→→
কল্পনাতে রঙ চড়িয়ে মানুষ কত স্বপ্ন বুনে
সময় গেলে সেসব স্বপ্ন খায় যে পোকা ঘুণে
আঁধার রাতে স্বপ্ন দেখে তোমাকে আমার চাই
ধরতে গিয়ে হারিয়ে দেখে কিছুই পাওয়ার নাই
আমার আমিতে স্বপ্ন বুনি আমাকে নিয়েই থাকি
জীবনে কীভাবে সুখ খুঁজে পাব সে স্বপ্ন মনে আঁকি
কল্পনার সাগরে প্রেম নৌকায় সুখটা খুঁজে পাই
বাস্তব হলো বড়ই কঠিন বড়ই ধাক্কা খাই
আলো আঁধারীর এ জীবন খেলায় নিজেকে নিয়ে থাকি
কে কীভাবে বাঁচে মরে সেকথা কী কভু ভাবি?
আজকে নিজের সুখস্বপ্নে বিভোর আছো তুমি
অন্যের মনের দুঃখ ব্যথা মনে কী থাকে খুবি?
স্বপ্ন সাগরে ডুবে তুমি যদি অন্যকে ভূলে যাও
অন্যের মনে দুঃখ দিয়ে বল তুমি কী সুখ পাও?
আজকে তুমি কাছে পেয়েও তাকে করছো অবহেলা
একদিন তুমি হারিয়ে তাকে খুঁজবে যে শেষবেলা।
→→→→→→
কবি পরিচিতি-
নামঃমোসতাইন করিম মোজাদ্দেদ, পিতাঃ মরহুম এনায়েতুল করিম, মাতাঃ রওশন আরা বেগম, থানাঃ কোতোয়ালি, ফরিদপুর সদর, জেলাঃ ফরিদপুর বিভাগঃ ঢাকা।