নষ্ট মেয়ে

-পরাগ ভট্টাচার্য

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

যে মেয়েটি আজ বসলো বিয়ের পিঁড়িতে

সে ভাড়া খাটতে গিয়েছিলো কাল রাতে

যদিও আজ কিছুই বোঝা যাচ্ছে না তাকে দেখে

আর পাঁচটা মেয়ের মতো সতী সতী’ই দেখাচ্ছে

আর বিয়েটাও যে প্রেম করে

কারণ এ রকম মেয়ের বিয়ে হয় না দেখে শুনে ۔۔۔۔۔

যখন সে যেত অভিসারে

তখন পড়তো নুপুর পায়ে

হাতে পড়তো কংকন

খোঁপা সাজাতো বেল ফুলের মালা দিয়ে

চেনাই যেত না যেন সাক্ষাৎ রাই কিশোরী

তার প্রেমিক যদিও জানতো সবই

তবুও তাকে ভালোবাসতো অন্তর থেকে

যখন তারা দেখা করতো নির্জনে

কথা ফুরিয়ে গেলে বাঙময় হতো নির্নিমেষ ভাবে তাকিয়ে

যদি কোনোদিন তার প্রেমিক ছুঁতে চাইতো আবেগ ঘন মুহূর্তে

মেয়েটি এমন ভাবে চাইতো নির্লিপ্ত চোখে

প্রেমিকটি তখন সংকুচিত হয়ে দূরে যেত সরে ۔۔۔۔۔۔۔

ঘরেতে অভাব তাই বিয়ের পর প্রেমিকটি মেয়েটির বাড়ির ভার নেবে

এই শর্তেই তারা বিয়ের পিঁড়িতে

আজ মেয়েটি মুখ যেন মাখা আধো খুশি আধো লজ্জাতে

তার মনে হচ্ছে যা ছিল অপূর্ণ তা যেন আজ পূর্ণ হয়েছে

আজ যেন তার বাইরের অভাব ভিতরের অভাব সব মিটেছে

তার ভাগ্য বিধাতা দু হাত তুলে যেন আশীর্বাদ করছে

আর প্রেমিকটি ভাবছে দায়ে পড়ে তার প্রেমিকা দেহটাই দিয়েছে

মনটা যে তাকেই একান্ত ভাবে নিবেদন করেছে

মন ছাড়া দেহের কি মূল্য আছে

আজ একটা কথাই পড়ছে মনে , মেয়েটি নষ্ট না সমাজ নষ্ট

জীবন দেবতা তাদের কে করছেন দু হাত ভরে আশীর্বাদ !!

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি – পশ্চিমবঙ্গের খড়দহতে ১৯৫৯ সালে জন্ম l এখানেই পড়াশোনা l তারপর চাকরি তে যোগদান l এরপর কলকাতায় চলে যাওয়া l অল্প বয়স থেকেই কবিতা লেখার অভ্যাস l চতুষ্কোন ও অমর্ত্য পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয় l দীর্ঘ চল্লিশ বছর পর আবার খড়দহের নীলাচলে ফিরে আসা l এখন অপরাহ্নে কবিতা ও গানেই যাপন ll

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*