তোমার সমীপে
-মনির হোসাইন
⇔⇔⇔⇔⇔⇔
মানুষের মনে আছে যতো ব্যথা বেদনা
আছে যতে দুঃখ, কষ্ট ও যাতনা
মুছে সব বেদনা, ফিরে দিতে চেতনা।
করেছেন তিনি দেখো, কতো আয়োজন
দিয়েছেন যখনই যা, প্রয়োজন।
দিনে দিয়েছেন, আলোর সমাহার
রাতে দিয়েছেন আঁধার।
গাছে ফুল ফল, নদী ভরা জল
ঋতুতে পাতার বাহার।
চোখের আলোতে দেখি শত শত রঙ আহা
কানেতে শুনি আওয়াজ যে যেমন বলে যাহা।
নাকের শক্তিতে ঘ্রাণ ভরে যায় মনো প্রাণ
স্বাদের যন্ত্র মুখে মহান রবের দান।
এতো এতো ভালোবাসা অনুভব অনুভূতি
রাখতে স্মরণ করে দিয়েছেন হৃদয় স্মৃতি।
চাওয়ার আগে যিনি, আমাকে দিলেন সব
তিনি আর কেউ নয়, আমার মহান রব।
আরজি আমার প্রভু তোমারই সমীপে
বিচার করোনা আমার মিজানে মেপে।
তোমার রহম ছাড়া নাজাত আমি পাবোনা
তোমার কাছে ছাড়া কারো কাছে যাবোনা।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতিঃ-
মনির হোসাইন,, পিতা শাহ আলম, মাতা শাহেদা বেগম, গ্রাম আবির নগর, থানা জেলা- লক্ষ্মীপুর