আদর্শ এক ছেলে
-কমলেন্দু দে
♦♦♦♦♦♦♦♦
মোদেরই এক মাস্টারবাবুর
আদর্শ এক ছেলে,
হাতে তুলে নেয়না সে যে
পথে কিছু পেলে।
চলাফেরায় তাকায় না সে
কভু কারো পানে,
সময় নেয়না একটুও সে
আহার বিহার স্নানে।
গরীব দুঃখী আতুর দেখলে
সাহায্য সে করে,
হাতে কিছু না থাকলেও
গায়ের বস্ত্র ধরে।
খাওয়ার সময় লোকজন যদি তারই সামনে আসে,
সেবাদানে মন ভরে যায়
চোখে অশ্রু ভাসে।
গুরু পণ্ডিত কাছে পেলে
চরণ দুটি ধরে,
মহান মহান গ্রন্থগুলো
মন দিয়ে সে পড়ে।
তার চরিত্রের তূলনা নেই
মোদের গ্রামের মাঝে,
সবার আগে চলে আসে
যেকোনো সৎ কাজে।
♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি: জন্ম1973 সালের 12 ডিসেম্বর। জন্মস্থান- আসামের করিমগঞ্জ জেলার মির্জাপুর গ্রাম। পিতার নাম-শ্রী নৃপেন্দ্র কুমার দে ও মাতার নাম – শ্রী মীনা বালা দে। পড়াশুনা – স্নাতক পর্যন্ত। কর্মসূত্রে- ব্যবসায়ী।