কৃতকর্ম
-রৌগুনে জান্নাত
↔↔↔↔↔
কে ঐ দাঁড়িয়ে রয়েছে
সকল সুখ শান্তি নিয়ে,
আমি দাঁড়িয়ে রয়েছি
শুধু কষ্ট আর কান্না নিয়ে।
কে ঐ দাঁড়িয়ে রয়েছে
সকল সৌভাগ্য নিয়ে,
আমি দাঁড়িয়ে রয়েছি
শুধু শূন্য হাতে।
সকলে মিলে একই সাথে
সুখের প্রদীপ জ্বালে,
আমি একাকি শূন্য হাতে
এক কোণে রয়েছি পরে।
সকলের কাছে আলোক রেখা
ঝিকিমিকি ঝিকিমিকি করে,
আমায় নিয়ে আলো -ছায়া
শুধুই খেলা করে।।
↔↔↔↔↔
কবি পরিচিতিঃ
নামঃরৌগুনে জান্নাত, পিতাঃ মোঃ মোজাম্মেল হক (অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা), মাতাঃ ফাতেমা খাতুন (গৃহিনী) ঠিকানাঃ১৫৩,কালি বাড়ি পুকুর পাড়, মুক্তাগাছা, ময়মনসিংহ। অভ্যাসঃ বই পড়া,ছবি আঁকা, বেড়ানো।