এটাই আমার সাধ
-মোঃ রেজাউল করিম
♥♥♥♥♥♥
তুমি আমার প্রিয়া হলে
কন্ঠে দেবো হার
খোঁপায় দেবো তারার মালা
বসন্ত বাহার।
সারা দেহে জড়িয়ে দেবো
বেনারসি শাড়ি।
নীল চাঁদোয়ার আসন হবে
স্বপ্ন বাহারি।
কপালেতে এঁকে দেবো
শুক্লা তিথির চাঁদ।
স্বপ্নপুরীর বাসর হবে
এটাই আমার সাধ।
মেঘের রাজ্যে ঘুরবো দু’জন
রঙিন গালিচায়।
মধুর কন্ঠে গান গাইবো
ভরা জোছনায়।
ভালবাসায় ভরে দেবো
আমরা দু’জনে।
নতুন কোনো গল্প হবে
প্রেমের ভূবনে।।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
নাম: মোঃ রেজাউল করিম, পিতা: এ.এম.আহাম্মদ আলী, মাতা: ফিরোজা বেগম, গ্ৰাম:ফরিদ পাঙ্গাশী (ধুলাউড়ি) ,থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। জন্ম:৭ই সেপ্টেম্বর ১৯৬৩ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়:বিএ (পাস),এমএ(জাতীয় বিশ্ববিদ্যালয়)। বিশেষ শিক্ষা: এসোসিয়েট ইঞ্জিনিয়ার (অটোমোবাইল)। কর্মজীবন: বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। বর্তমান কর্মজীবন: আমানত শাহ্ গ্ৰুপ, ঢাকা।