জীবন সংগ্রাম
-রবীন্দ্র নাথ ঘোষ
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
বিদীর্ণ ত্রিপলের ছাউনির নিচে
যাদের শোবার ঘর-
ডাস্টবিন যাদের কাছে প্রিয় রান্নাঘর,
ওরা ক্ষুধার্ত আর্ত সর্বহারা
সমাজের সহচর,
পথের ধুলায় ধূসর প্রাপ্ত
ওদের আঁতুড়ঘর।
নির্বিঘ্নে যেন মিলে না কিছুই
ডাস্টবিনেও ভাগিদারী,
কুকুরে মানুষে মহা সংগ্রাম
খাবারের কাড়াকাড়ি।
মাতৃত্বের ভার বহনের তরে
সতীত্বের পরোয়া করে না,
শরীরের স্বত্ব তুলে দিতে তাই
দুবার কখনো ভাবে না।
প্রেমের আকুতি যৌনক্ষুধায়
রক্তের স্রোত শিরায় শিরায়
সম্ভ্রম লুটায় পথের ধুলায়,
ছিন্ন পোশাকে লজ্জা ঢাকা দায়
সদ্য যৌবনা কিশোরীর গায়,
হায়নার দৃষ্টি কামড় বসায়-
কখনো অভিশপ্ত রাতের আঁধারে
ঘৃণ্য লালসার বলি হয়ে যায়।
যখন কবিরা মেঘ মল্লারে
রোমান্টিক কাব্যে মগ্ন
ওদের বুকের উপাখ্যান জুড়ে
ভালোবাসার ছেঁড়া স্বপ্ন,
নীলাভ ছবির উত্তেজনার
মজা যখন অনেকে লুটছে-
ওরা তখন প্রচন্ড ঠান্ডায়
থরথর করে কাঁপছে,
গ্রীষ্ম দহন পোড়ায় শরীর
বাঁচার আকাঙ্ক্ষা পোড়াতে পারেনি,
জীবন্ত লাশ হয়েও লড়াইয়ের
ময়দান ছেড়ে কেউ যায়নি।
আগাছার মত বেঁচে থাকে ওরা
সহ নাগরিকের মর্যাদা পায়নি,
ওদের যাবতীয় আর্তনাদে
বাতাস দূষিত হয়নি।
চায়ের কাপে উন্নয়নের
তুফান উপচে পড়ছে,
অনুচ্চারিত প্রতিবাদ ওদের
জঠরে শুকিয়ে যাচ্ছে,
প্রশ্নচিহ্ন এঁকে দেয় আজও
সভ্যতার মহান ললাটে,
যুগে যুগে ওরা বন্দি থাকবে
কাব্যের রঙিন মলাটে!
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি:
কবি রবীন্দ্র নাথ ঘোষ, নিবাস -মেদিনীপুর,পশ্চিমবঙ্গ, বিগত প্রায় এক বছর ধরে বিভিন্ন পত্রিকা ও ওয়েব ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে ৮০০ বেশি সনদ সম্মাননা অর্জন।