দুরন্ত যৌবন

-অদিতি প্রামানিক

♥♥♥♥♥♥

এক ঝলকে হৃদয় এর বাঁধ গেল ভেঙ্গে,

তোমার ঐ দুরন্ত যৌবনের উন্মাদনায়,

আমি দিক হারা বাক হারা এক যেন নীড় হারা পাখি।

একরাশ গভীর ভালোলাগার অনুভূতি গ্রাস করলো,

অতলে তলিয়ে যাচ্ছি যেন কূল কিনারা নেই,

আছে শুধু ভালোলাগার এক মিষ্টি অনুভুতি।

ফুলেরা যেন সুভাশ ছড়িয়ে দিল আমার সকল অববয়ে, আমি মুগ্ধ হয়ে চেয়ে আছি ঐ সুঠাম দেহের পানে

কেমন যেন অনুভুতি আমাকে নেশায় মাতাল করে,

আমি বিহঙ্গের মতো ডানা ঝাপটাই।

দুরন্ত যৌবন তুমি এমনি কি বাঁধন হারা?

তোমার তেজের কাছে পরাজিত হই বারবার,

সুন্দর এর এক উজ্বল রূপ তুমি,

যে রূপের কাছে হারমানি বারবার।

যৌবন তুমি চির ভাশ্বর,

তোমার অগ্নিতেজে পুরাও তুমি সকল মলিনতাকে, সৃষ্টির সকল কালিমা মুছে দাও তুমি,

বুঝিয়ে দাও এ সমাজকে,

তোমার তেজের ছটাই আলোকিত করো।

আমি তোমার দুরন্ত যৌবনের আবীর মাখতে চাই, আমার সারা অঙ্গ আবিরে রাঙাতে চাই,

ভালোবাসার সকল সুখ অনুভুতি পেতে।

ভালবাসার সকল অনুভুতি নিয়ে ফিরে এসো তুমি

তোমার দুরন্ত যৌবনে ভাসিয়ে নাও আমাকে,

অমৃত্বের স্বাদ পেতে চাই আমি।

চির যৌবন তুমি এসো,

এসো তোমার এই প্রিয়সীর কাছে।

♥♥♥♥♥♥

কবি পরিচয়:কবি অদিতি প্রামানিক।এম, এস,সি মাষ্টারস। কর্মে গৃহিনী।এক কন্যার জননী।স্বামী তরুন কুমার বৈদ্য। পিতা অখিল প্রামানিক,মাতা কল্পনা প্রামানিক।নিবাস মাগুরা জেলা,বাটিকাডাঙ্গা গ্রাম।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*