ফেরার পথে
-পঙ্কজ দত্ত
⇔⇔⇔⇔⇔
পাইনের পথ ধরে ফেরা
কাঞ্চনজঙ্ঘার চুড়া পরে রইল সভ্যতার অনেক উপড়ে।
হোটেলের ছেরে আসা ঘরে
উন্মাদনার স্মৃতি বন্ধুতার আঁচ
রয়ে গেল বেওয়ারিশ আসবাবের মত।
মোড়ে মোড়ে বখাটে মেঘের দল
পথ আটকে আড্ডা দিল, সারাক্ষণ ধরে।
ছোট ছোট দোকান ও ঘরে প্রতীক্ষার চ্যাপটা নাক চোখ, অতিথির সমাদরে হাসি। এসব সঙ্গে যাবে।
নাগরিক জীবন যাপনে আচমকাই ছায়া ফেলবে বিকেলের রোদ পরা বিষন্ন রেলিঙ।
বহুদিন আগে ঘুরে আসা দার্জিলিঙ।
⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
লেখার বদভ্যেস ছোট বেলা থেকেই। স্কিন্ত পরে পরে জীবিকার চাপে সেই কবিজীবনের চর্চা কিছুটা বিঘ্নিত হয়। এখন খানিক টা থিতু হতে আবার পুরনো অভ্যেস একটু মাথা চাড়া দিচ্ছে এই। কলেজের দেওয়াল পত্রিকা “বেদুইন” ও নামে বেশ সফল ও জনপ্রিয় হয়েছিল। পরে রেজিস্ট্রেশন এর প্রয়োজনে”আরেক বেদুইন” নামে লিটল ম্যাগাজিন এর সম্পাদনা করেছি অনেক দিন। পরে চাকরি সূত্রে আমি এবং বাকি আরো উদ্যোগী বন্ধুরা একে একে কলকাতা ছেরে যেতে এক সময় সেই পত্রিকা প্রকাশ হওয়া বন্ধ হয়ে যায়। এই কিছুদিন আগে “কবিতার পাতা” র উষ্ণ অনুপ্রেরণায় অদ্দেক কবিজীবনের দ্বিতীয় পর্বের শুরু।