প্রতিক্ষার যন্ত্রণা
-প্রীতি কণা বিশ্বাস
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
তুমি আজ অচেনা ভোর,
যেন অন্য রকম কুয়াশা,,
তুমি আজ অপরিচিত প্রতিক্ষা,
যেন এক অন্য রকম প্রত্যাশা!
এই মুহূর্তে যদি ব্যাথার উত্তাপ
পরিমাপ করতে পারতে,
তাহলে তুমি বুঝতে
সময়ের নিষ্ঠুরতায়, কতোখানি কাঁদালো আমায়..
তীব্র দহনে এ হৃদয় আজ কতটা অঙ্গার!
তোমার অপেক্ষার প্রহরগুলো,
চিরনতুন,
ব্রতচারিনী আমি!
চিত্ত গহীনে অস্তিত্বের ভাঁজে,
হেমন্ত পেরিয়ে শীতের প্রতাপ!
অপেক্ষার প্রহরে প্রদীপের শেষ আলো,
অবশিষ্ট,,
তখন আমি নিরুপায়!
আমার আলোহীন চোখের
কার্নিশে গোটা রাজ্যের
কি ভীষণ অভিমান…..!!
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি-
প্রীতি কণা বিশ্বাস। আমি ০১/০৬/১৯৭৯ খ্রিঃ ভোলা জেলার পি,টি,আই রোডে বসবাসরত একটি হিন্দু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করি। আমার পিতার নাম- স্বর্গীয় পরিতোশ চন্দ্র বিশ্বাস এবং মাতার নাম- স্বর্গীয় আরতী রানী বিশ্বাস। তবে সার্ভিসের সুবাদ আমার ছোটবেলা কাটে পিরোজপুর জেলায়। পিরোজপুর সরকারী কলেজে লেখাপড়া শেষ করে সার্ভিস লাইফে পদার্পণ করি। তারপর বৈবাহিক সূত্রে আবদ্ধ হই। আমার একটি মাত্র কন্যা সন্তান । বর্তমানে আমি সার্ভিস করছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন পজীক, অভয়নগর, যশোর জেলায়। সার্ভিসের পাশাপাশি একটি বেসরকারী অন লাইন টি,ভি চ্যানেল -৭ বিডি.কম, খুলনা জেলার ক্রসপন্ডেন্ট এর দায়িত্ব পালন করছি। এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। যেমন-বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ, বাংলাদেশ কালচারাল সোসাইটি ও বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছি।
২০১৯ সাল থেকে সাহিত্য জগতের সাথেও ওতোপ্রোতো ভাবে জড়িত। সাহিত্যকে ভালোবেসে সাহিত্যের জন্য জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছি । বর্তমানে আমার কবিতা “কবিতার পাতা” ওয়েব ম্যাগাজিন,ভাবণা প্রকাশ সাহিত্য ম্যাগাজিন , কথামালা, সমাজবন্ধু নামক ম্যাগাজিনে আমার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। বর্তমানে জাতীয় কবি ও সাহিত্যিক পরিষদ ( জাকসাপ) বই প্রকাশনার মাধ্যমে “”” কবিতার ছায়াপথ””” নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং উক্ত বইটি আমার প্রথম যৌথ কাব্যগ্রন্থ।