একটু পাশে দাঁড়ায়

-মাই ফেয়ার চৌধুরী

→→→→→

একটু পাশে দাঁড়ায়,

যাদের পাশে কেউ নেই।

যেখানে মানবতা লুণ্ঠিত,

নীরবে,নিস্তব্ধ কাঁদছে!

একটু হাত বাড়াই,

যাদের দুর্বিহ কঠিন সময়,

হৃদ পিণ্ডে রক্ত ক্ষরণ!

একটু কান পেতে শুনি,

যেখানে প্রতিনিয়ত ধর্ষিতা নারীর আত্মচিৎকার।

কোন মেহেদী রাঙ্গা হাতে জানোয়ার গুলোর হিংস্র থাবায় বলাৎকার।

বিষদাঁতের বিষাক্ত ছোবলে, ক্ষত-বিক্ষত কত অগণিত কেড়ে নিল তাজা জান।

একটুও কাঁপেনি নরপিশাচদের প্রাণ।

কোন মায়ের সন্তান হারা বুকফাটা কান্না,

কোন বাবার বাকরুদ্ধ অধিক শোকে পাথর।

কোন মন কান্না ভেজা নিরব কাতর,

আদরের বোনের দুটি চোখে ঝর্ণার জল,

ভাইয়ের কান্নায় লোনা জলে সাগর অতল।

অবিরত ঝরে ছল,ছল বন্যার ঢল,

নিত্য খবর পাঠে গা জ্বালা হিট,

বিদ্যাপীঠেও জন্ম নেয় কীট,

কাঁদে ভাঁজে ভাঁজে গুরু পাঠের ইট!

একটু ভালোবাসার হাত বাড়ায়,

যে হাতে থাকবে না স্বার্থের বিন্দুমাত্র গন্ধ।

থাকবে সুন্দর,সত্য সুখ-শান্তির ভালোবাসার ছন্দ।

লোভ-লালসায় মোহরা সঙ্গ,

সত্য-মিথ্যা চিরচারিত দ্বন্দ্ব।

মানুষ আকৃতির কিছু মুখ,

হিংস্র বা ভয়ঙ্কর পশুর রূপ।

দানবরা শিয়ালের আওয়াজের মত সঙ্ঘবদ্ধ,

বোধ-বিবেক মনুষত্ব কারাবদ্ধ।

বন্যা জানোয়ার আজ লজ্জায় ঢাকে মুখ,

মানবের মানবিক গুণাবলীর হয়েছে অসুখ।

মানবের আচারণ আজ জঘন্য,

যেন জাহিলিয়াতের বন্য।

→→→→→

কবি পরিচিতি-

মাই ফেয়ার চৌধুরী, আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা, ডাক-বন্দর, থানা-ডবল মুরিং, চটগাম। একজন সাহিত্য অনুরাগী হিসেবে, ব্যস্ততার ফাঁকে বিভিন্ন সাহিত্য গ্রুপে অবসরে লেখতে চেষ্টা করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*