ঋতুর রানী শরৎ
-প্রিয়াঙ্কা দেবনাথ
⇒⇒⇒⇒⇒
আজি শারদ নীল আকাশে,
খন্ড খন্ড মেঘ ভাসে।
শিউলি ফুল ঝরে বাতাসে,
সবুজ ঘাসে ঘাসে।
কাশ বনেতে ফুটেছে কাশ ফুল,
সেজেছে নদীর দুই কূল।
আকাশে মেঘ গুলি নেই কালো,
চারদিকে রৌদ্রের ঝিকিমিকি
আলো।
শ্বেত বর্নের বক ডানা মেলে,
ডাহুক পাখি মনের আনন্দে খেলে।
খালে বিলে কচুরিপানার দল,
নদীতে ভরা জল।
আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা,
পদ্মবনে পদ্ম ফুলের মেলা।
ঋতুর রানী শরৎ সেজেছে,
এদিকে ওদিকে আলোর বেনু বেজেছে।
⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি:
নাম-প্রিয়াঙ্কা দেবনাথ,পিতা-যগু দেবনাথ, মাতা-রিপু দেবনাথ, গ্রাম-চিত্তামারা,জেলা-বিলোনীয়া দক্ষিন ত্রিপুরা, বিএড কোর্স নিয়ে পড়াশুনা করছি,পড়াশুনার পাশাপাশি কবিতা খুব ভালোবাসি তাই কবিতা লিখি।