কথা দিয়েছিলে
-আদিল উদ্দীন বাবু
♥♥♥♥♥♥♥
মনে পরে সে-ই দিনের কথা
আমার হাত ধরে ব’লে ছিলে
তোমাকে ছাড়া আমি বাঁচব না
তুমি আমার জীবনের সব।
কই গেল তোমার সেই কথা
মনে পরে সে-ই রিং টার কথা
যেটাকে আমায় খুব যত্ন করে
রাখতে বলে ছিলে আমি রেখছি।
আজো রেখেছি অনেক যত্ন করে
আমার রিদয়ের মাঝে কখনোই
হারাতে দিবো না সেটাই তোমার
দেয়া আমাকে শেষ স্মৃতি।
একটা মেয়ে পারে হাজারো
ছেলের সাথে রিলেশন রাখতে
ভালোবাসার অভিনয় করতে
কিন্তু একটা ছেলে তা পারে না।
কারন ছেলেরা ভালোবাসে
অভিনয় করে না করতে যানেনা
তুমি তো কথা দিয়েছিলে কখনো
হারিয়ে যাবে না তবে কেন এমন।
করে আমাকে একা রেখে হারিয়ে
গেলে, কি দোষ ছিল আমার।
তুমি কথা দিয়েছিলে।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আদিল উদ্দীন বাবু, পিতা মৃত্যু সাদেকুর রহমান, মাতা লালমতি বেগম, ১২৯৪পূর্ব কদমতলী মেড়াজ নগর কদমতলী ঢাকা ১৩৬২।