প্রেমের বন্ধন
-অর্চনা রানী
♥♥♥♥♥♥
এ কোন বাঁধনে বাঁধতে চলেছো
ওগো মোর সোনা পাখি ,
দিবস রজনী রেখেছো কেন
মোর আঁখিতে আঁখি ?
তোমার প্রেমের প্রকৃত যোগ্য
ফুল আমি তো নই,
তাই বারে বারে কথার আঘাতে
আমি যে দগ্ধ হই।
কেন বাঁধলে এমন করে
আষ্টেপৃষ্ঠে মোরে,
জায়গা করে কেন নিলে
আমার মনের ঘরে?
তোমায় ভালবেসে আজ আমি
সেজেছি প্রেমের কবি
মনের পিঞ্জরে বন্দি করে তাই
রেখেছি তোমার ছবি।
আবেগের বশে ভাল লাগাকে
ভালবাসা ভেবে করনা তুমি ভুল
দরিয়া মাঝে বেঁচে আছি আমি
কুল হারা এক ফুল!
ধন্য আমি পূর্ণ আমি
তোমায় ভালবেসে,
সব দুঃখ নিভিয়ে দিলে
আমার কাছে এসে।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
অর্চনা রানী। কলকাতা, বয়স ৩৫, লেখালেখি শুরু ২০১০সাল পঞ্চাশ টার মত হবে গ্রুপেসদস্য আছি।অণু কবিতা অনুগল্প ছন্দ কবিতা, গদ্য কবিতা, লেখা লেখি করি। শ এর অধিক সম্মাননা পেয়েছি। কথাকলি গ্রুপে সম্পাদক পদে ,রবীন্দ্র সাহিত্য পরিষদে সম্পাদক পদে এবং মাসিক নেত্র জল গ্রুপে সভাপতি পদে বর্তমানে অবস্থান রত।