মাতৃদুগ্ধ

-গৌর গোপাল পাল

⇒⇒⇒⇒⇒⇒

মাতৃ দুগ্ধেই বাড়বে শিশু

এই দুগ্ধের বিকল্প নাই!

মাতৃ দুগ্ধ খেলে শিশুর

হয়না কোন রোগ-বালাই!!

খাওয়াও যদি শিশুকে তার

মায়ের বুকের দুধ,

শিশু সেই মা’র আত্মিকতায়

থাকবে হয়ে বুঁদ্;

জীবন ভরই রাখবে মনে

ভুলবে না সে দুধের দায়!!

বিকল্প দুধ, ফিডার মুখে

বাড়ছে শিশু ঠিকই,

সমাজটা যে যাচ্ছে কোথায়

তলিয়ে দেখো কেউই;

অকালে কেউ যাচ্ছে ঝরে

ধরছে কারো রোগ বালাই!!

দিন এসেছে আর কেন ভাই

ভাবতে করো দেরি,

আর কতকাল এমনি করে

গুনবে মাশুল এরই;

প্রসবের পর সব শিশুকে

বুকের দুধই চাই!!

⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি- কবি গৌর গোপাল পাল, জন্ম- ১৩৬০বঙ্গাব্দের ১৩ই ফাল্গুন বৃহস্পতি বার পৈতৃক ভিটা গোবিন্দপুর গ্রামে।বর্তমানে বাকুল গ্রামের স্থায়ী বাসিন্দা। থানা+পোঃ- লাভপুর, জেলা-বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত। পিতা- দুকড়ি পাল, মাতা- ফুলেশ্বরী পাল,। প্রেরণাদাত্রী তথা সহধর্মিনী সাধনা পাল। সাহিত্যের সব শাখাতেই বিচরণ আছে। প্রবন্ধ, নিবন্ধ,গল্প, অনুগল্প, কবিতা, ছড়া, গান, পত্রসাহিত্য সবেতেই লেখালিখি। প্রায় শ’পাঁচেক পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে ছোট-বড়দেশ-বিদেশ মিলিয়ে। অনলাইন পত্র-পত্রিকায় লেখা-লিখির সুবাদে কয়েক শো মানপত্রও জুটেছে কপালে।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*