কালিমা

-হিরণ্ময় দত্ত

⇒⇒⇒⇒⇒⇒

জীবনের খাতা বিবর্ণ পাতা

কালিমায় লিপ্ত।

কথারা সব হারিয়েছে রব

মন জীর্ণ রিক্ত।

মিথ্যে স্বপন করেছি বপন

প্রাপ্তির ঝুলি শূন্য।

অবিশ্বাসী আচরণ ছিন্ন বন্ধন

মন হতাশায় ক্ষুণ্ন।

মোহের বশে এলো মোর পাশে

কেন সে অবেলায়?

মিছে ভালোবাসা অকারণ আশা

মিছে কথায় ভোলায়।

শোক তাপ হীন কাটছিল দিন

নিজের মতো করে।

ঝড়ের মাতন এলোমেলো জীবন

কবিতারা গেছে মরে।

⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি-

হিরণ্ময় দত্ত। নিবাস : হাবড়া ; উত্তর চব্বিশ পরগনা।  অবসর প্রাপ্ত হিসাবরক্ষক বেসরকারি প্রতিষ্ঠানের। লেখালেখি নেহাতই শখের বশে বিগত এক বৎসর কাল যাবত।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*