ভবের হাট
-গৌতম কুমার রায়
⊗⊗⊗⊗
ভবের হাটে করছে সবাই
কতো অভিনয়
সুখ দুঃখ হাসি কান্না
এ ছাড়া আর কিছু নয়।
আপন ভেবে যারে তুমি
দিয়েছিলে মন
ভুলে যাবে তোমার কথা
দিন ফুরাবে যখন।
আপন ভেবে যারে তুমি
ডেকে নেবে কাছে
কাজ ফুরালে যাবে ভুলে
দেখবে না ফিরে পিছে।
আপন আপন করেই গেলে
আপন তো কেউ নয়
স্বার্থেভরা এই দুনিয়ায়
মিছেই করো ভয়।
সবাই সবার আখের গুছাতে
ব্যস্ত সারাক্ষন
ভবের খেলা সাঙ্গ হলে
করবি কি তখন।
দিন ফুরালে যাবি চলে
রইবে রে সব পড়ে
মিছেই করিস হানাহানি
দুদিনের এই খেলা ঘরে।
সবার মনের মাঝে থাকতে হলে
কর্ম করো সৎ
জীবন খেয়া ভাসিয়ে দিয়ে
ভব নদীর পাড়ে করো বসত।
ধরায় তোমার ধন সম্পদ
অনেক দামি দামি
সঙ্গে যাবে না কোনো কিছুই
হাসেন অন্তর্যামী।
অন্তিম কালে বিদায় বেলায়
সবাই কান্নায় বাঁধন হারা
দুদিনের বেশি নয়কো জীবন
এক মুঠো ছাই ছাড়া।
⊗⊗⊗⊗
কবি পরিচিতি
নাম : গৌতম কুমার রায়, পিতা : ৺গঙ্গাধর রায়, মাতা : কমলা রায়, জন্ম ৩রা সেপ্টম্বর ১৯৬৮ নিবাস হাওড়া জেলার বালি অঞ্চলের নিশ্চিন্দা নামক গ্রামে, পো:- ঘোষপাড়া, বালী, জেলা:- হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ(India), স্কুল :- বালী নিশ্চন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়, হাওড়া। কলেজ :- কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত গোয়েঙ্কা কলেজ অফ কমার্স থেকে বি.কম(অনার্স), বানিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ স্নাতক।
ছাত্র জীবন থেকেই লেখালেখি শুরু। চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় থাকায় লেখায় কিছুটা ভাটা পরেছিল। বর্তমানে কয়েক বছর যাবৎ কবিতা, ছোটো গল্প, অণুকবিতা, লিমেরিক, হাইকু, পঞ্চবান লিখছি বিভিন্ন অনলাইন গ্রুপ ও বিভিন্ন পত্রিকায়। আমার প্রথম একক পঞ্চবান কবিতা সংকলন প্রকাশের অপেক্ষায়। লকডাউনের জন্য বিলম্বিত হচ্ছে।