ভালোবাসা এর অর্থ কি
-আদিল উদ্দীন বাবু
♥♥♥♥♥♥
ভালোবাসা এর অর্থ কি
ভালোবাসা হলো দুটি মনে
একটি বন্ধন তৈরী করা
ভালোবাসা মানে সর্গীয় সুখ।
ভালোবাসা মানে দুটি দেহে
একটি প্রান যা কখন মরে না
চির অমর হ’য়ে থাকে,
ভালোবাসা মানে অনন্তকাল
পত্রিক্ষা করা।
ভালোবাসা মানে নিজের সুখ
বিসর্জন দিয়ে অন্য কে
সুখী করা, ভালোবাসা মানে
সমস্ত পৃথিবীর কষ্ট নিজের।
বুকে বহন করে ধরে রাখা
ভালোবাসা মানে নিজের
অস্তিত্ব দিয়ে প্রিয় মানুষ
টাকে সুখি ও ভালো রাখা।
ভালোবাসা মানে দুটি দেহ
এক হ’য়ে একাকার হয়ে যাওয়া
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আদিল উদ্দীন বাবু, পিতা মৃত্যু -সাদেকুর রহমান, মাতা- লালমতি বেগম, জন্ম ২০-১২-১৯৮১ইং, ১২৯৪পূর্ব কদমতলী মেড়াজ নগর কদমতলী, ঢাকা -১৩৬২