নিয়তি
-অ্যাডভোকেট সূবর্ণা সীমা
⊕⊕⊕⊕⊕
মানুষ থাকে না মানুষের পাশে
দূরত্ব বাড়িয়ে দেয় ক্ষমতার দাপটে।
মরে যাওয়া মানুষের দেহে পচন ধরে,
দু’দিনেই সবাই তাকে যায় ভুলে ।
প্রানের চেয়ে আপন যে,
সেও থাকে ভয়ে!
বুকে সাহস নিয়েও,
দেখতে চায় না তাকে।
একে অন্যের পাসে থেকে
কাটলো সারা জীবন।
ভালোবাসা ছিলো যতো,
হয়ে যায় মিছে।
নিজের কর্মে প্রতিটি মানুষ
অমর হয়ে রয়,,,,
নিয়তির কঠিন নিয়ম
যেতে সকলকেই হয় ।
ক্ষমতার দাপটে করা অন্যায়
মানুষকে কষ্ট দিয়ে,,,,
নিজের সুখ কুড়ায়!!
প্রকৃতির নিয়মে হয় সব রধ,
এটাই তো নিয়তির কঠিন নিয়ম!!
⊕⊕⊕⊕⊕
কবি পরিচিতি –
নাম- অ্যাডভোকেট সূবর্ণা সীমা, ঢাকা জজকোর্ট ঢাকা, ঢাকার বাসিন্দা, জম্ম – ০৬/০৪/১৯৮৪ ইং