অবচেতন মন
-চিন্ময় বিশ্বাস
↔↔↔↔↔↔
ফ্রয়েডীয় মনস্তত্ত্বের ভাবনায় অবচেতন,
মন থেকে টেনে তুললাম স্মৃতি গুলো।
ভাগ্যিস মনের মণিকোঠায় জমানো,অদৃশ্য পাতা গুলি,
ব্যর্থ অণুবীক্ষন যন্ত্র;অনুভূতিই ত্রাতা চাই না রং-তুলি!
ধূসর আলো-আঁধারী স্বপ্নের মাঝে পথ হাঁটি
ব্যর্থতার বুক আঁচড়ে খুঁজি সফলতার পারিপাটি।
ক্ষুধার্ত আরশোলা আঁধার চিরে গিলেছে ধূসর স্বপন,
বিকানো মর্যাদার অন্তরে;হোক মনুষ্যত্বের বীজ বপন।
সভ্যতার বিবর্তনে ফ্রয়েডকে সঙ্গে নিয়ে
আবসাদকে রেখেছি এক কোণে ,
খুলেছি বাতায়ন খানি বৃহৎ মনের পারুলবনে।
↔↔↔↔↔↔
কবি পরিচিতি-
চিন্ময় বিশ্বাস, পিতা-চিত্তরঞ্জন বিশ্বাস, মাতা-মিনতী বিশ্বাস। করিমপুর পান্নাদেবী কলেজ থেকে(বাংলা অনার্স) নিয়ে বিএ পাস করি। ২০১১ থেকে ১৩ শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন।২০১৫ সালে যমশের পুর নমিতা শংকর বি.এড কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করি। পেশা: বর্তমানে গ্রাম সম্পদ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি। নেশা: রবীন্দ্রনাথ ঠাকুর,নজরুল ইসলাম,জয় গোস্বামী , সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে ভালোবাসি। কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অত্যন্ত প্রিয়।