ভেসে যেতে চাই
-মানস দেব
↔↔↔↔↔
ভেসে যেতে চাই
বরফ গলা জলে পুষ্ট নদীতে ।
মাপতে চাই শীতলতার তীব্রতাকে ।
মাছের মতো পাখনা মেলে
পৌঁছে যেতে চাই জলের তলদেশের মগ্নচড়াতে ।
ভেসে যেতে চাই
বায়ুশূন্য মহাকাশের পথে ।
পাখির মত পাখনা মেলে
দেখতে চাই মহাজাগতিক সৌন্দর্যের রূপরেখাকে ।
ভেসে যেতে চাই
জীবন নদীর অতলন্ত সাগরে ।
খুঁজে পেতে চাই সুখ-দুঃখের দিকচক্রবাল কে ।
ভেসে যেতে চাই
পাওয়া না পাওয়ার চীনের প্রাচীর জাপটে ধরতে ।
↔↔↔↔↔
কবি পরিচিতি : মানুষ দেব । পিতা – স্বর্গীয় মনীন্দ্রনাথ দেব , মাতা – স্বর্গীয়া সন্ধ্যা দেব । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুরে জন্ম। পেশায় উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । কর্মসূত্রে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবাসী। ছোটবেলা থেকেই লেখালেখি করার অভ্যাস ।