মুছে যাক গ্লানি

-মোঃ আরমান হিমেল

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

মুছে যাক গ্লানি সব,ধুয়ে যাক নিকষ কালো।

বৈরীতা সব পিষে যাক,জগত হোক ভালো।

হানাহানি নিপাত যাক,শান্তি আসুক ফিরে।

ভালবাসায় ভরে উঠুক,জীবন নদীর তীরে।

ঘৃণাবোধ চাপা পড়ুক ,সম্প্রীতি ওঠ জেগে।

লুটের রাজ‍্য ভেঙে যাক,কালবৈশাখীর বেগে।

লোভের তরী হারিয়ে যাক,অজানা এক দেশে।

ন‍্যায়নীতি ফিরে আসুক,বিবেক ভেলায় ভেসে।

জ্ঞানী লোকের মূর্খ স্বভাব,বৃষ্টিতে যাক ধুয়ে।

সংঘাত ভূলে বাসলে ভাল,হৃদয় যাবে ছুঁয়ে।

শ্রদ্ধাবোধ জাগুক মনেপ্রাণে,স্নেহ স্বপ্ননীড়ে।

আত্মীয়তা অটুট থাকুক,মায়া মমতা ঘিরে।

হিংসা-ইর্ষা উড়ে যাক,শান্তি আসুক নেমে।

জয়ের পতাকা উড়ে,পরাজয় যাক থেমে।

স্বপ্ন সবার পূরণ হোক,সদ‍্য ফোটা ফুলে।

ভ্রাতৃত্ববোধ উদয় হোক,যাতনা সব ভুলে।

স্বার্থনেশা বন্দি করে,হৃদয়ের দুয়ার খুলে।

প্রণয়ের আলিঙ্গন করে,বেয়াদবি টা ভুলে।

মানবতাবোধ জাগ্রত হোক,সূর্যিমামার মত।

প্রীতির ঢেউয়ে ডুবে যাক,মনের সব ক্ষত।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি-

নাম মোঃআরমান হিমেল, পিতাঃমোঃহাবিবুর রহমান, মাতাঃমোসাঃ সুফিয়া বেগম, গ্রামঃ উত্তর তাফালবাড়ী থানাঃশরনখোলা, জিলাঃবাগেরহাট, জন্মসালঃ৩০-১২-১৯৯৫, ২০১৩ তাফালবাড়ী হাই স্কুল থেকে এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হয়। এবং ২০১৫ সালে শরণখোলা বিশ্ববিদ্যালয় থেকে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*