সংসার মাঝে বাবা

-পপি প্রামানিক

♦♦♦♦♦

বাবার মতো মহা মানব

হয় না ভব সংসারে,

শত কষ্টের মাঝেও তাই

আগলে রাখেন বুকের গভীরে।

সাধ্য ছাড়াও সাধ মেটাতে

বাবা কষ্ট করেন দিনে-রাতে,

নিজের কষ্ট লুকিয়ে রেখে

সন্তানকে রাখেন সযতনেতে।

বাবা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে

সংসারের ঘানি টানেন কাঁধে,

সন্তানের সুখ খুঁজতে গিয়ে

নিজের দুঃখটাকে রাখেন বেঁধে।

বাবা বটবৃক্ষের ছায়া হয়েও

শীতল রাখেন সন্তানের প্রাণ,

সুখের ঝর্ণাধারা বইয়ে দিতে

বাজি রাখেন নিজের জান।

সন্তানের চাহিদার ক্ষেত্রে, বাবা

যেন গ্রীষ্মের শীতল হাওয়া,

শত চিন্তায় নিদ্রাহীন রাত কাটিয়েও

শুধুই সন্তানের সুখ চাওয়া।

সন্তানের স্বপ্ন পূরণের তরে

বাবা যেন শীতের রাতের কম্বল,

সন্তানের সুখের আলো জ্বালাতে

ত্যাগ করেন সব সহায় সম্বল।

বাবা এক বেলা না খেয়ে থাকলেও

সন্তানের কাছে ধনী সেজে থাকেন,

দেনার দায় সত্ত্বেও স্নেহের আঁচলে

সন্তানকে রাজার হালে রাখেন।

কন্যা দায় বা ছেলের বেকারত্ব

বাবা মাথা পেতে করেন বহন,

সব দ্বায়িত্বের সমাধান খুঁজতে

বাবা স্রষ্টাকেই করেন স্মরণ।

পৃথিবীর বুকে শত শত বাবার

এমন চিত্রই পরিলক্ষিত হয়,

সংসারের সুখ টিকিয়ে রাখতে

শেষে চোখের জলে বৃদ্ধাশ্রমে রয়।

কখনও হৃদয়ের জমানো ভালোবাসাটুকু

সন্তানকে বোঝাতে পারেন না বাবা,

এই জগৎ সংসারে বাবার মতো

নিরবে নিভৃতে ভালোবাসতে পারেন কেবা?

♦♦♦♦♦

কবি পরিচিতঃ

পপি প্রামানিক, সহকারী শিক্ষক, স্বামীঃ বিশ্বজিৎ সাহা, কালুখালী, রাজবাড়ী, বাংলাদেশ। গত এক বছর যাবত অন লাইনে লেখালেখির সাথে যুক্ত আছি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*