অক্সিজেন
-গৌরী চৌধূরী
◊◊◊◊◊◊
সবুজ গাছ সবুজ প্রাণ ,
একটি গাছই একটি প্রাণ ,
পৃথিবী আমাদের মা ,
অবহেলা করেছি সেই মা কে ।
যে কোলে প্রাণ মোদের বাঁচিয়েছে ,
সেই মাকেই আঘাত করেছি একবারও ভেবেছি ।
গাছ অক্সিজেন সরবরাহ করেগেছে ,
হাহাকার অক্সিজেনের উঠেছে ।
আমরাই নিঃশেষ করেছি ,
আমাদের মাকে কিছু দিয়েছি ।
শুধুই নিংড়ে নিয়েছি,
আসবাবপত্র দিয়ে বাড়ি সাজিয়েছি ।
মায়ের নিঃশ্বাস দিয়ে করেছি ,
আমাদের মুগ্ধতা বাড়াতে ।
কেন ? ভেবেছি একবারের জন্য ,
পৃথিবীর সব কেড়ে নিয়েছি নিজেদের জন্য ।
বাড়িয়ে দাও মা তোমার হাত ,
একটি করে রোপণ করি গাছ ।
বাঁচব মোরা একসাথে ,
সব প্রাণ একসাথে ।।।
◊◊◊◊◊◊
কবি পরিচিতি-
আমি গৌরী চৌধূরী , উত্তর বঙ্গ শিলিগুড়ি ,দার্জিলিং আমার স্বামী অজিত চৌধূরী , উনি এক বছর হল ওপরের জগতে চলে গেছেন । আমার দুই ছেলে বড় ছেলে আইনজীবী , ছোট ছেলে ইঞ্জিনিয়র ।