বাংলার রুপ

-মাই ফেয়ার চৌধুরী

♦♦♦♦♦♦♦

একটি পদ্ম পাতায় দেখি আমি বাংলার মুখ,

ধানের শীষে দোলে বাংলা আমার সুখ।

আঁকাবাঁকা নদীর চলনে তোমার আঁচল পাতা,

জল তরঙ্গের ঢেউ তুলে তুমি নৃত্য করো খেলা।

ঘাসের বুকে শিশির বিন্দুর প্রেমে আমি সিক্ত,

সবুজে ঘেরা তোমার রুপে আমার প্রাণবিদ্ধ।

কাশবনে দখিণা হাওয়ায় মাতাল করা দোলা,

দূরের দুপুরে রাখালী সুরে রইতে পারি না ঘরে,

মাঝি পাল তুলে ভাটিয়ারী গায় সুরে সুরে,

কিচির মিচির পাখির ডাকে দুটি নয়ন খোলে।

ভোরের আভা ছড়িয়ে দিল নীল আকাশ জুড়ে,

মাছরাঙ্গা,শালিক,গাংচিল ঐ আকাশে উড়ে।

কত কবি-সাহিত্যিক কাব্য লিখে তোমার অপরূপ রূপে,

জন্ম আমার তোমার ধূলির মূলে,

মরণ যেন হয় মাগো আমার তোমার কোলে।

♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

মাই ফেয়ার চৌধুরী, আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা, ডাক-বন্দর, পুলিশ স্টেশন -ডবলমুরিং, জেলা -চট্টগ্রাম।কয়েকজন ফেসবুক গুণী লেখক ভালো মনের বন্ধুর উৎসাহ অনুপ্রেরণা কলম ধরার সাহস করি। লিখার হাতে কড়ি খুবই অল্প সময়।একজন সাহিত্য অনুরাগী হিসেবে বিভিন্ন গ্রুপে পরোক্ষ ভাবে,কর্ম ব্যস্ততার অল্প অবসরে লিখতে চেষ্টা করি।২০২১ শে বই মেলায় অক্ষর বৃত্ত প্রকাশনী হতে প্রকাশিত হয় একক কাব্যগ্রন্থ,

(১) অন্তিম বেলায় রক্তিম আভা।(একক কাব্যগ্রন্থ) (২)বাঁধভাঙ্গা ফাগুনের হাতছানি (যৌথ কাব্যগ্রন্থ) (৩)রক্তঝরা অশ্রু (যৌথ কাব্যগ্রন্থ) (৪) মানচিত্রের বিনিদ্র রজনী (যৌথ কাব্যগ্রন্থ) (৫)দীর্ঘ অনুভূতি (যৌথ কাব্যগ্রন্থ ২০২২ প্রক্রিয়াধীন)

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*