বিনি সুতার মালা
-রিপন শিকদার
♥♥♥♥♥♥
পিছন থেকে ডাকিও না তুমি
যাবার বেলায়
এই সুন্দর ভুবনে
যে মধুপান করিয়াছো তুমি।
ভুলিবো কি করে
এই পৃথিবীর মায়া ডোরে
বেঁধে রেখেছো তুমি আমায়
দিনান্তের বেলা শেষে।
গোধূলি সময় ধূসর রং এ
ভুবন জুড়ে সন্ধ্যার আবেশ
ভুলিবো কি করে তোমার পরিবেশ
সকল অঙ্গ ভরিয়ে দিলে।
কোনায় কোনায়
পৃথিবী অনেক মধুর মনে হয়
আমার যাবার সময় হয়েছে
পিছন থেকে ডাক দিওনা তুমি।
তোমার ডাকে ফিরে আসতে হবে
যেতে পারবো না আমি
তুমি মায়ার ডোরে বেঁধেছ আমায়
একে বলে বিনি সুতার মালা।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
রিপন শিকদার, পিতা- মোশারফ হোসেন শিকদার, মাতা আনোয়ারা বেগম, পূর্ব কদমতলী, পোস্ট মেরাজ নগর থানা কদমতলী, ঢাকা, বাংলাদেশ।