শৈশবের দিনগুলো
-প্রিয়াঙ্কা দেবনাথ
♦♦♦♦♦
শৈশবে কাটানো মজার দিনগুলো
লিখা আছে স্মৃতির খাতায়,
কখনো কখনো ভেসে উঠে
চোখের পাতায়,
বিকাল বেলায় পাড়া গাঁয়ের বন্ধুরা
মিলে খেলাধুলা করে,
সন্ধ্যাবেলায় ফিরতাম নিজ
ঘরে।
বৃষ্টি হলে বরশি দিয়ে মাছ ধরার
লেগে যেতো ধুম,
সেদিন চোখ থেকে চলে
যেতো ঘুম।
মাঠে মাঠে ঘুড়ি নিয়ে কতো
দৌড়াদৌড়ি,
বেলা শেষ হলে বাড়ি আসার
তাড়াতাড়ি।
শৈশবের দিনগুলো কেটেছে
আনন্দ উল্লাসে মেতে,
মন চায় আবারো শৈশবে
ফিরে যেতে।
♦♦♦♦♦
কবি পরিচিতি:
নাম-প্রিয়াঙ্কা দেবনাথ,পিতা-যগু দেবনাথ, মাতা-রিপু দেবনাথ, গ্রাম-চিত্তামারা,জেলা-বিলোনীয়া দক্ষিন ত্রিপুরা, জন্মসাল-১২/১২/১৯৯৮, বিএড কোর্স নিয়ে পড়াশুনা করছি, পড়াশুনার পাশাপাশি কবিতা খুব ভালোবাসি তাই কবিতা লিখি।