যাযাবর
-মুঃ আব্দুল করিম খান
↔↔↔↔↔
পথেই আমার ধায় দিনোমান,,,
পথেই বাঁধি ঘর।
আমি যে ক্লান্ত -পথের পান্থ,
আমি এক যাযাবর।
সেই কবে হতে অজানার খতে,,,,
,যেনো মনে চাহে-কাহারে পেতে,
পড়িয়া রহিছে পেছনে মায়ায়,
যতনের কুঁড়ে ঘর।
যেখানে আমার আপন দোসর,
করিয়াছে চির পর।
বসনে বাসনে বাহির পানে,,,
তুচ্ছ তামাম সকলেই জানে,
হিয়ার তটিনী বহে গারো মাস,
বৈশাখে বালু চর।
অকালে তিতিয়া জীর্ন তনু,
জমিয়েছে মনো জ্বর।
এ চলা আমার কোথা কোন দূর,,,,
ঠিকানা জানিনে মোটে।
শূন্য তফিলে- তাই অবহেলে,
এ পথে চলেছি হেঁটে।
এ চলা নিরন্তর।
জানিনা ভালে কী যেনো ঘটে,
কোথা করে নোঙ্গর।!
এ চলা আমার নিয়তির লীলা,,,
তিক্ত তাপের হয়ে ফেরিওয়ালা,
বড়ো প্রীতি বাঁন ছিঁড়িয়া ফেলিয়া,
চলিতেছি জনম ভর।
কোন মিতবরে ডাকে স্নেহ সুরে,
যেথা (মোর) অন্তিম ঘর।
↔↔↔↔↔
কবি পরিচিতি-
কবি,মুঃ আব্দুল করিম খান। শ্রীপুর, মাগুরা। পোশাক শ্রমিক, ঢাকা।