মানবতা

-অদিতি প্রামানিক

→→→→

মানুষ আর নেইতো মানুষ

বিবেক আজ অনেক দূর,

মানবতা আজ হারিয়ে গেছে

মায়া, মমতা গেছে অচিনপুর।

মানবতার দরজায় আজ খিল

কড়া নাড়ছে বিশ্ব বিবেক আজ,

বন্দি মানুষ বড়ই অসহায় যেন

নেই তার মানবতার সেই তাজ।

পথের ধারে জীর্ণ মানুষ দেখি

নেই তাদের এতটুকু আশ্রয়,

এগিয়ে আসবে হয়তো অনেকে

এমন কামনা করি নিশ্চয়।

কিন্তুু আজ নেই মানবতা

নেই তার আবেগ ভরা মন,

অন্তর আর কাঁদেনা তার

দেখেও সব নিষ্ঠুর শাসন।

পৃথিবীর বুকে নেই মায়া

দখল করেছে সেটা ভাইরাস,

আজ তাই কাঁদছে মানুষ

বেঁচে আছে শুধু অবিশ্বাস।

মানবতার ঢাক যতোই পিটাও

নেই তার কোন আওয়াজ,

মানবতা আজ ঘরের কোনে

মুখ লুকিয়ে এটাই রেওয়াজ।

বিশ্ব বিবেক দেখছে শুধু

মনিষীদের বাণী আজ বিফল,

আজ মানবতা আর জাগেনা

মানুষের চৈতন্য হচ্ছে বিকল।

→→→→

কবি পরিচিতি:

অদিতি প্রামানিক।পিতা:অখিল রন্জন প্রামানিক।মাতা:কল্পনা রানী প্রামানিক।এম,এস,সি মাস্টার্স ইডেন মহিলা কলেজ।কর্মে গৃহিণী। এক কন্যার জননী।স্বামী তরুন বৈদ্য।জেলা মাগুরা।গ্রাম:বাটিকাডাঙ্গা।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*