স্বাধীনতা মানে

-মোঃ জাবের মীর

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

স্বাধীনতা মানে মুক্ত আকাশে ডানা মেলে ওড়া,

স্বাধীনতা মানে ছোট্ট শিশুর অবাধ নড়াচড়া।

স্বাধীনতা মানে মন থেকে সব ভয় দূর করা,

স্বাধীনতা মানে নির্ভীক চিত্তে সব কাজ করা।

স্বাধীনতা মানে গ্রাম্য ছেলের উদ্দাম দুরন্তপনা,

স্বাধীনতা মানে শ্রাবণে টুইটুম্বুর মেঘনা, যমুনা।

স্বাধীনতা মানে বিলে-ঝিলে অবাধ সাঁতার কাটা,

স্বাধীনতা মানে স্বাধীনভাবে কথার ফুলঝুরি ফোটা।

স্বাধীনতা মানে শ্রমজীবী মানুষের তৃপ্তিমাখা হাসি,

স্বাধীনতা মানে পুষ্পকাননে ফুল ফোটা রাশি-রাশি।

স্বাধীনতা মানে তপ্ত দুপুরে রাখালের বাঁশির সুর,

স্বাধীনতা মানে গাঙচিল আকাশে উড়ে যায় বহুদূর।

স্বাধীনতা মানে উদার চিত্তে অনর্গল কথা বলা,

স্বাধীনতা মানে দৃঢ়ভাবে বাধাহীন পথ চলা।

স্বাধীনতা মানে একতারা হাতে বাউলের গান,

স্বাধীনতা মানে চৈত্রের দুপুরে মৃদু বাতাসে জুড়ায় প্রাণ।

স্বাধীনতা মানে নদীর বুকে গন্তব্যহীন তরী,

স্বাধীনতা মানে হেমন্তে কৃষাণের ফসলে উঠোন ভরি।

স্বাধীনতা মানে ইচ্ছেমত দ্বিগবিদ্বিক ঘোরাঘুরি,

স্বাধীনতা মানে হারিয়ে যাওয়া স্বপ্নিল স্বপ্নপুরী।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতিঃ- কবি মোঃ জাবের মীর, তিনি ২০০০ সালের ৪ মার্চ, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ ছোলায়মান মীর,মাতা মোসাঃ হোসনেয়ারা বেগম। তিনি ২০১৯ সালে রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা থেকে অালিম পাশ করে ঐ মাদ্রাসায় ফাযিলে অধ্যায়নরত এবং শরণখোলা সরকারি কলেজে (সমাজবিজ্ঞান) বিভাগ নিয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে অধ্যায়নরত আছেন। ছোট বেলা থেকেই তিনি সাহিত্যানুরাগী ছিলেন। ইতিমধ্যে তার “পাখিদের গান,শতবর্ষের চেতনায় বঙ্গবন্ধু ও জীবনের হাতছানি” শীর্ষক যৌথকাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি অনলাইনে বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে বেশকিছু সম্মাননা অর্জন করেছেন।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*