ব্লক লিষ্ট মিস্টি
-অধিকারী সুপ্রিয়া
♣♣♣♣♣♣
আজও তেমনি রেখেছো প্রথম পাতার সবার উপরে!
এই তো সেদিন খুঁজে পেলাম তোমাকে,
ফ্রেন্ড রিকোয়েস্টের পাতায়,
বাসের রড ধরে বাদরের মত অনেক জনের ভিড়ে ঝুলছিলে তুমিও।
দেখেছিলাম অনেক বার,
গ্রাহ্য করিনি সেভাবেই কেটে গেলো অনেক দিন।
হঠাৎই একদিন সবার মাঝে তোমাকে বেছে নিয়ে এক্সেপ্ট করলাম,
হলো পরিচয় একটু একটু করে অনেক কথা হলো।
জন্মাতে থাকলো নতুন কথা বাড়তে লাগলো সময়,
তুমি দিয়েছিলে ভরপুর।
ইনবক্সের প্রথম জায়গাটা করে দিলে আমার।
তেমনি ফেসবুকের লিস্টটায়ও গুরুত্বটা ছিলো অনেক বেশি।
একদিন কথা না হলে অভিযোগ আর অভিমানের পাহাড় হতো হৃদয়ে মাঝে !
কিছু স্যাড পোস্ট কিছু বিরহ গান, আমাদের ফেসবুকে জায়গা করে দিতো,
দুজনের অভিমান প্রকাশ করার জন্য !
আবার অভিমান শেষ হলে সব ভুলে যেতাম দুজনে।
ভালোই ছিল দিন গুলো একে অপরের সাথে।
যদিও এখন সবই অতীত!
সেই যে সেদিন অভিমানের ছলনায় চলে গেলে
জানতেও দিলেনা কি ছিলো ভুল!!
আর ফিরে এলেনা !
জানিনা তুমি সেই আগের মত এখনো অভিমানি পোস্ট গুলো করো কিনা!
কি জানি, এখন তো প্রবেশদ্বারে কড়া পাহারা দিয়েছো,
সেখানে প্রবেশ করা নিষিদ্ধ!
তাই চোখে পড়েনা।
তবে আমি এখনো পোস্ট করি,
অনেক বিরহ, তোমাকে বলতে না পাড়া কথা, গান,
আরো অনেক কিছু!
তুমি হয়েতো দেখনা।
জানতেও পাওনা,কি জানি হয়েতো পাও!
কি করেই বা দেখবে বলো,
আমার অবস্থান
এখনও সেই উপরেই রেখেছো
তবে সেটা তোমার ফেসবুকের ব্লক লিস্টের সবার উপরে।
কি নির্মম বন্ধুত্ব বলো!
ফেসবুকে শুরু হয় ফ্রেন্ড হয়ে পরিচয়,
একসময় খুব কাছের হয়,
আবার তাকে মন চাইলেই ব্লকলিস্টের দমবন্ধ করা ঘরে আটকে দিয়ে বন্ধ করে দেয়া যায় যোগাযোগের সব রাস্তা।
আবার ইচ্ছে হলে খুলে দেয়া যায়।
চাই না তুমি খুলে দাও, কখনও না।
তবে যখন সত্যিই আর চাইলেও খুলতে পারবেনা,
থাকবেনা আর কোন ক্ষমতা,
তখন বন্ধ দরজার ওপর থেকে যতই চিৎকার করো
কোলাহলের ভিড়ে তা বিন্দু মাত্র কানে এসে পৌঁছাবে না।
একদিন সত্যিই হারিয়ে যাব তুমি আমি আমরা সবাই!
তাই সম্পর্কটা যাই হোক না কেনো,
যোগাযোগ বিচ্ছিন্ন করতে নেই,
জীবনের চরম পর্যায়ের খবরটাও হয়েতো কখনও আর কারও কানে পৌছাবেনা,আর কখনও বলা হবে না,
তুমি কেমন আছো?
♣♣♣♣♣♣
কবি পরিচিতি :নাম- মিস্টি অধিকার সুপ্রিয়া, কোলকাতা নিবাসী, বারাটী, নিমতা, প্রতাপ গড়, কোলকাতা ৪৯,