সাধারণ অসাধারণ

-বিপ্লব দে

→→→→

চঞ্চল হরিণ দৌড়ে পালায়, হিংসা হয় ধূর্ত শৃগালের

জামা কাপড় কেড়ে নিলো শোষক, মাথায় হাত পাগলের.!

ফসল খেয়ে নাদুস নুদুস কথায় ব্যবহারে নেতা সম্মোহিনী

রোগা পাতলা লাঙ্গল কাঁধে ঝং ধরা দাঁতে কৃষিই প্রসাধনী l

ভোটের বাক্সে শৃগাল শোষক নেতা ব্যস্ত প্রজার রাজা হতে,

সবার সাথে হরিণ পাগল কৃষক আছে লাঠি পেটা খেতে l

লাঠি ভাঙবে জোট বাঁধা ঐ সাদা কালো রোগা পাতলা হাত

অসাধারণের স্বপ্ন চূর্ণ করে যুগ যুগ ধরে সাধারণের রাত l

→→→→

কবি পরিচিতি :

বাংলাদেশের নোয়াখালীর লেমুয়া গ্রামে ছিলো কবি বিপ্লব দে র ঠাকুরদা স্বর্গীয় সুরেন্দ্র কুমার দে ও ঠাকুরমা স্বর্গীয়া সৌদামিনী দে র ভিটা l স্বাধীন ভারতে উনারা চলে আসে ত্রিপুরার খোয়াই মহকুমার সিঙ্গিছড়া গ্রামে l তারপর কবির বাবা বিমল কান্তি দে ও মা স্বর্গীয়া গীতা দে জাম্বুরা গ্রামে স্থায়ী ভাবে বসবাস শুরু করে l খোয়াইতে জন্মের পর থেকেই কবি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেন l তারপর আসামের ডিব্রুগড়, তামিলনাড়ুর উটিতে, পশ্চিমবঙ্গের কোলকাতায় পড়াশুনা করেন l ছোটবেলা থেকেই কবি কবিতা আবৃত্তি সহ কবিতা লেখাতে নিজেকে নিয়োজিত করেছেন l

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*