ঘরে ফেরার গল্প হোক

-অমি রেজা

♦♦♦♦♦

দিন শেষে ঘরে ফেরার গল্প হোক

উন্মুখ তুমি আমি দুজনে

প্রিয়মুখ ক্লান্ত,শ্রান্ত আর ঘর্মাক্ত দেহে

ভালোবাসার উষ্ণতায়,খুঁজে ফেরা তনু মন।

সুখ সুখ অনুভূতিতে হোক

প্রেমময় তোমার আমার গল্প।

চোখে চোখ অপলক

শুভদৃষ্টি অনুভবে হোক

নির্বাক কথোপকথন।

আঙুলে আঙুল ছূঁয়ে

ধূমায়িত কফির কাপে

ভালোবাসা গন্ধ বিলাক।

রিনিঝিনি রেশমি চূড়ি

বুকজুড়ে আলোড়ন হয়ে

শব্দের মায়াজাল বুনে

তোমাতে আমাতে হোক বিলীন।

উন্মুখ তুমি আমি দুজনে

চোখে চোখ অপলক,

প্রেম হোক মধুময়

নির্ভরতার গভীর বিশ্বাসে,

নিজেকে উজার করে তোমাতে

কামনার তীব্র বাসনায়

বেলাশেষে ঘরে ফেরার গল্প হোক।

♦♦♦♦♦

কবি পরিচিতি :

জন্ম ঢাকায়, স্কুল,কলেজ,এরপর ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে এম.কম(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং) করেছেন। পরবর্তীতে পড়াশোনার জন্য সিংগাপুর থেকেছেন কয়েক বছর। বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। লেখালেখি তার অন্যতম শখ। অমর একুশে বইমেলা ২০১৮-তে তার একটি “যৌথ গল্প গ্রন্থ” প্রকাশিত হয়।২০১৯ এ প্রকাশিত হয়”তোমার আমার গল্প ” নামে অমি রেজা র প্রথম একক গল্প সংকলন।২০২০ এ একুশে বর্ণমালা যৌথ কাব্য গ্রন্থে অংশগ্রহণ করেন। ২০২১ এ তার তিনটি যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*