তুই আর আমি

-নুপুর বিশ্বাস

♥♥♥♥♥

বন্ধু – চল, আজ দু’ জনে

প্রেমের পদ্য পড়ি,

নীল গগনের হিমেল হাওয়ায়

উড়াই প্রেমের ঘুড়ি ৷

তুই হবি ওই নীল ঘুড়ি’টা

আমার রংটি লাল, 

কাটাকুটির রঙিন নেশায়

হবি তুই বেসামাল ৷

পছন্দ নয়,বেশ তবে চল

বৃষ্টির খেলা খেলি,

টাপুর–টুপুর বর্ষা ধারায়

আমরা দু’জন মিলি৷

তুই হবি মোর ব্যথার বাদল

আমি হব তোর ধারা,

অঝোর ধারায় ঝরবি যখন

আমি হব ভিজে সারা ৷

নয়তো চল দু’জনে মিলে

সমুদ্র স্নানে নামি,

দিগন্ত ছুঁয়ে ছুটে আসা ঢেউয়ে

মাতি তুই আর আমি ৷

ঝিনুক মালা পরাবি গলায়

কানে মুক্তোর দুল

তোর ভালবাসা,চিনে নিতে কভু

হবে না আমার ভুল ৷

আচ্ছা না হয় দু’জনে মিলে

চল আঁকি জলছবি,

আমি হব তোর সাদা ক্যানভাস

তুই রংতুলি হবি৷

গোধূলির যত রং চুরি করে

সাজাবি আমাকে তোর,

লালরঙা ঐ সূর্যের টিপ

পরাবি কপালে মোর৷

এমনি করেই চলতে থাকবে

ভালবাসার মিষ্টি খেলা,

দোহে মোহে মিলে ভরে তুলব

মোদের সারাটি বেলা ৷

♥♥♥♥♥

কবি পরিচিতি:-

আমি নুপুর বিশ্বাস। পিতা হাজারী লাল বিশ্বাস এবং মাতা সুধা রানী বিশ্বাসের সর্ব কনিষ্ঠা কন্যা। পিতৃ নিবাস-মনিরামপুর,যশোর। পেশা-ইংরেজি সাহিত্যের প্রভাষক, নেশা- সাহিত্য চর্চা। গান শুনতে ভীষণ ভালোবাসি।নাচ,গান,কবিতা সর্বক্ষেত্রে একটু আধটু বিচরণ আছে। সম্প্রতি অবসরে মনের কথাগুলো একটু আধটু গুছিয়ে লেখার চেষ্টা করছি মাত্র।ব্যাকরণগত ভাবে সেগুলো কবিতা হচ্ছে কি হচ্ছে না সে বিচারে নাই বা গেলাম, লিখতে ভালো লাগছে,পাঠক অনুপ্রাণিত করছে । এই খুশিটাই অনেক পাওয়া,বর্তমান অবস্থা সম্পর্কে একটা কথাই বলবো-“কবিতায় বাঁচি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*