দুঃসময়

-রবীন্দ্র নাথ ঘোষ

↔↔↔↔↔

পরমানন্দে খাচ্ছো চুষে

বিবেকের হাড় মজ্জা,

নিজেকে সভ্য মানুষ বলতে

একটুও হয়নি লজ্জা?

মৌচাকে ঢিল মারলে যখন

মাছিদের কে বশ করবে?

কারা যেন মিছে স্বপ্ন দেখায়

দেশটা সোনায় ভরবে।

তুষের আগুন জ্বলছে মনে

ঝলসে যায়নি আজও সত্তা,

একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে

কোথায় মিলবে নিরাপত্তা।

মুখোশধারী,ঘুঘুর বাসায়

ভরে গেছে গোটা দেশটা,

পথের দিশা তাদের হাতে

ভীষণভাবে যারা পথভ্রষ্টা।

গড্ডালিকায় ভাসছে মানুষ

ভেঙেও যে ভাঙেনি ঘুম,

আতঙ্কে তাই দিন গুজরান

কখন কে হয়ে যায় গুম !

↔↔↔↔↔

কবি পরিচিতি:

কবি রবীন্দ্র নাথ ঘোষ। নিবাস-মেদিনীপুর,পশ্চিমবঙ্গ। বিগত প্রায় এক বছর যাবৎ বিভিন্ন পত্রিকা ও ওয়েব ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে, ৮০০র বেশি সনদ সম্মাননা অর্জন,কবিতার মূলস্তম্ভ প্রতিবাদী ভাবনা।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*