ঐ দূর সমুদ্রের আহ্বানে
-আমিশা রানী বর্মন
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
অপরূপ সৌন্দর্যের নীলিমায় নীলমাধবী,
মায়াবিনী হরিনী দুটি আঁখি মুগ্ধতা ছড়ায়
নীল নীলিমায় পরিপূর্ণ তোমার ভুবন
ঐ দূর আকাশ ও হার মেনেছে,
তোমার স্নিগ্ধতায় পরিপূর্ণ এ জীবন।
ঐ দূর পাহাড় তোমার আলিঙ্গনের আশে
ভীষণ কাতর স্বরে আহ্বান জানায়
পাহাড়ের উচ্চসম ঘেরা স্থান;
তোমাকেই ছলছল আঁখিতে দেখিছে
তোমার পদধুলি গায়ে মাখিতে চায়।
সমুদ্রের ঢেউগুলো প্রেমাবেগে আছড়ে
পড়ছে তোমাকে আকুল নয়নে দেখার তরে
মেঘেরাও আনন্দেতে মাতোয়ারা,
নীরব অনুভূতির মৃদু দিচ্ছে ইশারা;
দলে দলে গানের আসরে মেতে উঠা।
সমুদ্রের নীল জলেরা জ্বলজ্বল করছে
তোমার ঐ অপরূপ চাহনীর স্নিগ্ধতায়
নীল প্রেমে পরিপূর্ণ হয়েছে প্রকৃতি
সৃষ্টি সুখের উল্লাসে এই বসুন্ধরা!
তোমার আবেশে ধন্য হয়েছে এ সৃষ্টিধারা।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
কবি আমিশা রানী বর্মন ২০০২ সালের ৬ই এপ্রিল বৃহস্পতিবার ঢাকা জেলার জিঞ্জিরা কেরানীগঞ্জ থানার গুলজার বাগে জন্মগ্রহণ করেন।বর্তমানে তিনি হাউলী পাড়াতে অবস্থিত আছেন। মাতার নাম মালা রানী বর্মন, পিতার নাম রতন বর্মন। জিঞ্জিরা কেরানীগঞ্জ পাইলট গার্লস বিদ্যালয় থেকে ২০১৮ সালে মাধ্যমিক ও ২০২০ সালে ঢাকা ইস্টবেঙ্গল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি সলিউমোল্লা মেডিকেল কলেজে অধ্যয়নরত। তিনি একজন মানবতাবাদী।