জ্বলছে আগুন
-মানস দেব
⇔⇔⇔⇔⇔⇔
আগুন , চারিদিকে শুধু আগুন
দাউ দাউ করে জ্বলছে অবিরাম !
ধ্বংস করছে অরণ্য ;
ধ্বংস করছে বন্য !
আমাজন থেকে কঙ্গো ,
সদায় , শুধু জ্বলছে আগুন ।
বাদ যায় না মানবসভ্যতা !
হিংসার আগুনে আজ
জ্বলছে মন ,
জ্বলছে প্রাণ ,
জ্বলছে চেতনা ,
জ্বলছে বিবেক ,
বিশ্বজুড়ে জ্বলছে যে মানবতা ।
জ্বলছে মাঠ ,
জ্বলছে ঘাট ,
জ্বলছে শহর ,
জ্বলছে গ্রাম ,
বিশ্বজুড়ে জ্বলছে সজীবতা ।
জ্বলছে মন্দির ,
জ্বলছে মসজিদ ,
জ্বলছে আশা ,
বিশ্বজুড়ে জ্বলছে যে ভালোবাসা ।
জ্বলছি আমি ,
জ্বলছো তুমি ,
জ্বলছে তারা ,
সারা বিশ্বজুড়ে জ্বলছে নিকষা ।
আর কতদিন জ্বলবে এভাবে ?
আগুনের দাবানল নিভাবে কে ?
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
মানস দেব , পিতা – স্বর্গীয় মনীন্দ্রনাথ দেব , মাতা – স্বর্গীয়া সন্ধ্যা দেব । আদি বাসভূমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রাম । পেশায় – উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । কর্মসূত্রে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবাসী। বেশ কিছু বছর ধরে লেখালেখির কাজে নিযুক্ত।